মহিষাদল, পূর্ব মেদিনীপুর: মহিষাদল ব্লকের বাড় অমৃত বেড়িয়ার বেলতলার কাছে রূপনারায়ণ নদের বাঁধ পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী ড. সৌমেন মহাপাত্র ও মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। ১০ মে, ২০২২ মঙ্গলবার বিকেলের পর তমলুকের নারায়ণপুর থেকে বাড় অমৃত বেড়িয়া বেলতলা পর্যন্ত রূপনারায়ণ নদী বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী, সঙ্গে ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ও মহিষাদল পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যগণ। অশনি দুর্যোগের মাঝেই নদী বাঁধ পরিদর্শনে বের হন সেচমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে মহিষাদল ব্লক এর গেঁওখালি পর্যন্ত বিস্তৃত রূপনারায়ণ নদ। ২০২১ সালের মে মাসে ইয়াস ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় পূর্ব মেদিনীপুর জেলার একাধিক নদী ও সমুদ্র বাঁধ। নদী বাঁধ ও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকে যায় লোকালয়ে ও চাষের জমিতে। তৎকালীন সময়ে প্রাথমিক পর্যায়ে নদী বাঁধ ও সমুদ্র বাঁধ মেরামতের কাজ হয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসনের নির্দেশে বর্ষা মুরশুমের আগেই নদী বাঁধ ও সমুদ্র বাঁধ পাকাপাকি ভাবে নির্মাণ কাজ চলছে। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা জুড়ে চলছে একাধিক নদী বাঁধ, সমুদ্র বাঁধ নির্মাণের কাজ, তারই মাঝে আবার অশনি দুর্যোগ। মহিষাদলের অমৃত বেড়িয়ার কাছে রূপনারায়ণ নদের বাঁধ ইয়াসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাঁধ মেরামতের কাজ চলছে। এদিন বাঁধ পরিদর্শনে এসে নির্মানের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur, Tamluk