ঝাড়গ্রাম: মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ। চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করার পর ধরা পড়ল আরও সাত জন। বেলপাহাড়ি থানার পুলিশ প্রথমে বাবা-ছেলেকে গ্রেফতার করার পর মূল চক্রের পান্ডাকে গ্রেফতার করেছিল হুগলির আরামবাগ থেকে। এদের জিজ্ঞাসাবাদ করার পর বেলপাহাড়ি ও বাঁকুড়া থানা এলাকা থেকে আরও সাত জনকে গ্রেফতার করা হয়।
গতকাল রাতেই পুলিশ বাঁকুড়া জেলার বারিকুল থেকে রাজীব পাল, রবিন পাল, সন্দীপ পাল, নিকুঞ্জ কুম্ভকারকে গ্রেফতার করে। পুরুলিয়া বান্দোয়ান থেকে আমিন আনসারিকেও গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্তদের আদালতে পেশ করলে চারজনকে পাঁচ দিন পুলিশ হেফাজত ও এক অভিযুক্তকে ১৪ দিন জেল হেফাজত রাখার নির্দেশ দেন বিচারক।
দিন কয়েক আগে এই ঘটনায় সাত অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। বেলপাহাড়ি থানার পাতাঘর গ্রামের কার্তিক শবর, শশাঙ্ক সর্দার, লালজল গ্রামের শ্যামাপদ মাহাতো, লগাদড়ি গ্রামের কমল সর্দার, শঙ্কা সর্দার,বাঁকুড়া জেলার বাড়িকুল থানার ঝিলিমিলি গ্রামের দামোদর মহান্তী ও হিজলি গ্রামের বারিদ পাল।
কয়েক দিন আগেই চিঠি দিয়ে, ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে সেই বাবা ও ছেলেকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত বাবা দেবীপ্রসাদ সরকার ও ছেলে অনুপম সরকার। পূর্ব বর্ধমান জেলার ফতেপুর থেকে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করে টাকা তোলার মূল পান্ডা হুগলির আরামবাগের বাসিন্দা অরূপের সন্ধান পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা ও ছেলের ফতেপুরে একটি মিষ্টির দোকান রয়েছে।
পুলিশ সূত্রে খবর, বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ির বাসিন্দা একটি হোমস্টের মালিক ভোলানাথ মাহাতোকে প্রথমে মেরে ফেলার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা চেয়ে চিঠি পাঠায় এই চক্রটি। ফোন করেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অরূপ ফোন করে হুমকি দেওয়ার কাজটি করত।ভোলানাথ ৫২ হাজার টাকা অনলাইনে ট্রান্সফারও করেন অনুপমের অ্যাকাউন্টে । এরপরেও হুমকি চলতে থাকে। আরও টাকার দাবি করতে থাকে।
আরও পড়ুন, ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর, একটু পরেই মিলল গলা কাটা লাশ! নৃশংস কাণ্ড মালদহে
আরও পড়ুন, বাড়িতে কেঁদে চলেছে ২ সন্তান, মালদহে নিখোঁজ গৃহবধূ, হন্যে হয়ে খুঁজছেন স্বামী
৯ ফেব্রুয়ারি ভোলানাথ মাহাতো বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে অভিযুক্তদের পাকড়াও করে। এ বার ওই তিন জনকে গ্রেফতার করার আরও সাত জনকে প্রতারণার ঘটনায় গ্রেফতার করল বেলপাহাড়ি থানার পুলিশ ।
পুলিশ জানিয়েছে এই চক্রটি কোথাও চাকরির টোপ দিয়ে,কোথাও এনজিওর নাম করে অনেকের সঙ্গে প্রতারণা করেছে। বেলপাহাড়ি এলাকায় এক সময় যেহেতু মাওবাদীদের তীব্র গতিবিধি ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চক্রটি মাওবাদীদের নামে হুমকি দিয়ে চিঠি দিয়েছে ও ফোন করেছে। বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াই বলেন, "আমরা সকলের উদ্দেশ্যে বলব প্রতারকদের ফাঁদে পা দেবেন না। পুলিশের কাছে আসুন। তারা সব সময় মানুষের সঙ্গে আছে। পুলিশ আরও সাতজনকে প্রতারণার ঘটনায় গ্রেফতার করেছে।"
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram, Jhargram news