হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
প্রশাসনের উদ্যোগে শুরু হল তাঁতবস্ত্র, খাদি ও হস্তশিল্প মেলা

East Medinipur News: প্রশাসনের উদ্যোগে শুরু হল তাঁতবস্ত্র, খাদি ও হস্তশিল্প মেলা

X
প্রশাসনের [object Object]

East Medinipur News: রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তমলুকে শুরু হল তাঁত বস্ত্র খাদি ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা।  

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

তমলুক: রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তমলুকে শুরু হল তাঁতবস্ত্র,  খাদি ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। চৈত্র তাঁতবস্ত্র, খাদি ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা শুরু হল তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুনঃ বিশ্ব জল দিবসে রেজিস্ট্রেশন কার্ড পেলেন নন্দীগ্রামের মৎস্যজীবীরা

চৈত্র তাঁতবস্ত্র, খাদি ও হস্তশিল্প প্রদর্শনী মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে। সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬৫ টি স্টল দিয়েছে এই মেলায়। অন্যান্য জায়গা তুলনায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি এমনটাই বলছেন এই মেলায় আসা ব্যবসায়ীরা। মেলায় আসা বিক্রেতারা শাড়ির পাশাপাশি অন্যান্য ধরনের পোষাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। মেলায় আসা ক্রেতারা জানান এই মেলার জন্য তাঁরা সারা বছর অপেক্ষা করে থাকেন। একসঙ্গে এত শাড়ির সম্ভার দোকানে গিয়ে পাওয়া সম্ভব নয়। কিন্তু এই মেলায় তা পাওয়া যায়।

রাজ্য সরকার ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের উৎপাদিত পণ্য যাতে বাজার বিক্রি করা যায় তার জন্য প্রতিবছর এই ধরনের উদ্যোগ গ্রহন করে। বাংলার তাঁত শিল্প ক্ষতির মুখে পড়েছিলো। গত দুবছর সরকারি সাহায্য ও সহযোগিতায় তাঁত শিল্পের উন্নয়ন ঘটেছে। আগামী দিনে বাংলার তাঁতের তৈরি পোষাক ভিন দেশে রপ্তানি করবে বলে জানান মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।

Saikat Shee

Published by:Salmali Das
First published:

Tags: East Medinipur News