পাঁশকুড়া: পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরা সহ মাঠ জসোড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা। পাকা রাস্তার পিচ সরে গিয়ে বেরিয়ে পড়েছে নুড়ি পাথর। ফলে প্রতিদিন যাতায়াতের সময় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষেরা দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তাটি প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনার অন্তর্ভুক্ত। দীর্ঘ দু'বছর ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থা। সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র-ছাত্রী সবাই চাইছে রাস্তাটি দ্রুত মেরামত করা হোক।
রাস্তা খারাপ দীর্ঘ ২ বছর ধরে এমনই ছবি দেখে আসছে এলাকার মানুষজন। রাধাবল্লভপুর থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত ওই রাস্তায় যাত্রীবাহী বাস এবং ট্রেকার চলে। সাধারণ মানুষদের মোটরবাইকে যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে। রাস্তার ওপর বড় বড় বোল্ডার বেরিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিত্যদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে। হাট-বাজার-স্কুল-কলেজে নিত্যদিন যাতায়াত ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের। যাতায়াতের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুন- উচ্চশিক্ষিত তরুণরা চাকরির বদলে পেশা হিসেবে বেছে নিচ্ছে মাছ ধরাকে!এই রাস্তাটি পাঁশকুড়া বাজার পাঁশকুড়া স্টেশন ও বাসস্ট্যান্ডের সঙ্গে সংযুক্ত হওয়ায় ওই এলাকার মানুষদের একমাত্র যাতায়াতের পথ। আবার এই রাস্তার উপরই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ। ফলে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুল কলেজে আসে। কিন্তু বেহাল রাস্তার জন্য প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন ও দুর্ঘটনার কবলে পড়েতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে এই নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে।
আরও পড়ুন- এই খবর না জেনেই দিঘায় যাচ্ছেন? পড়তে পারেন বড় সমস্যায়! আপডেট জেনে যাত্রা করুনএ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, 'হ্যাঁ, রাস্তাটা সত্যিই খারাপ তবে বেশিদিন রাস্তা খারাপ থাকবে না, উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা জেনেছেন কাজেই তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে।'
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।