হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
আষাঢ় মাসে না ৪২৯ বছর ধরে মাঘ মাসেই রথের দড়িতে পড়ে টান

East Medinipur News: আষাঢ় মাসে না ৪২৯ বছর ধরে মাঘ মাসেই রথের দড়িতে পড়ে টান

X
East [object Object]

এখানে আষাঢ় মাসে রথের দড়িতে টান পড়ে না। হাজার হাজার ভক্ত সমাগমে ৪১৯ বছর ধরে মাঘী পূর্ণিমার দিন রথ টানা হয় খঞ্চিতে

  • Share this:

নন্দকুমার: এখানে আষাঢ় মাসে রথের দড়িতে টান পড়ে না। হাজার হাজার ভক্ত সমাগমে চার শতাব্দীর বেশি সময় ধরে মাঘী পূর্ণিমার দিন রথ টানা হয় খঞ্চিতে।পায়রা উড়িয়ে মাঘী পূর্ণিমার অকাল রথের মেলার সূচনা হল নন্দকুমারে। রবিবার এই রথযাত্রা উপলক্ষে খঞ্চি হাইস্কুল মাঠে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ভোর থেকেই শান্তির প্রতীক হিসেবে পায়রা পাখি বেচাকেনা চলে।

পাশাপাশি এই মেলা উপলক্ষে বাঁশের ঝুড়ি, কুলো সহ বিভিন্ন প্রকার গৃহস্থলীর সামগ্রী বেচাকেনার ধুম পড়ে। এছাড়াও মাদুর, চাটাই সহ গ্রামিন কুটিরশিল্পের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, নন্দকুমার ব্লকের খঞ্চি গ্রামে চক্রবর্তী পরিবারের প্রাচীন এই রথযাত্রা এবারে ৪১৯ তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে এদিন সকাল থেকেই চক্রবর্তী পরিবারে এই রথযাত্রা নিয়ে উন্মাদনা শুরু হয়। পারিবারিক প্রাচীন প্রথা ও ঐতিহ্য মেনে মন্দির থেকে কুলো দেবতা রসিক রাই জিউরথে চড়ে আসেন মেলা প্রাঙ্গণে। সকালে তিথি মেনে ২২ গজ প্রতীকি রথ টানা হয়।

এরপর বিকেলে কয়েক হাজার ভক্ত সমাগমে রথের রশিতে টান দিয়ে এই রথে চড়ে রসিক রাই জিউ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথ মাসির বাড়ি যাওয়ার পথে কয়েক কুইন্টাল বাতাসা হরিলুট দেওয়া হয়। জেলার বাসিন্দাদের পাশাপাশি পাশের পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ২৪ পরগনা থেকেও বহু মানুষজন ভিড় জমায়।

আরও পড়ুন : Tiger Attack: কাঁকড়া ধরতে গিয়ে ফের মৃত্যু! বাঘের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর

মেলা কমিটির সম্পাদক রামশঙ্কর চক্রবর্তী বলেন \"বাংলার ১০১০ সালে এই রথযাত্রার প্রচলন করেন খঞ্চি চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় নিধিরাম চক্রবর্তী। সেই থেকে আজও এই মেলা হয়ে আসছে। ১৩৯ বছর আগের মেলার অনুমতি পত্র সংরক্ষিত করে রাখা হয়েছে।

আরও পড়ুন : West Burdwan News: অলচিকি ভাষার সূচনাকে স্মরণ, অকাল সরস্বতী পুজোয় মাতলেন আদিবাসী সম্প্রদায়

এই রথে অধিষ্ঠান করেন চক্রবর্তীর পরিবার এর কুলদেবতা রসিকরাই জীউ ঠাকুর। বহু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয়। ভক্তরা তাদের মানত করা বাতাসা হরিলুট দেয়। আগামী প্রায় সপ্তাহব্যাপী উল্টো রথযাত্রা পর্যন্ত চলবে এই মেলা।\"

Saikat Shee

Published by:Arjun Neogi
First published:

Tags: East Medinipur News