হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
দিঘা যাওয়ার প্ল্যান? সজাগ থাকুন, ভাল খবর কিন্তু আসছে না

Digha: দিঘা যাওয়ার প্ল্যান? সজাগ থাকুন, ভাল খবর কিন্তু আসছে না

বিপত্তি মধ্যে পড়তে হতে পারে পর্যটকদের।

বিপত্তি মধ্যে পড়তে হতে পারে পর্যটকদের।

Digha: বুধবার দিঘায় আসার পথে বিপত্তি মধ্যে পড়তে হতে পারে পর্যটকদের

  • Share this:

তমলুক: একদিকে ছুটির মরশুম শুরু হয়েছে স্কুল কলেজে, অন্যদিকে মে দিবসের পরে দিঘায় পর্যটকদের ভিড় ভালই। ছুটির মরশুমে দিঘার ৯৯ শতাংশ হোটেল বুক হয়েছে। কিন্তু বুধবার দিঘায় আসার পথে বিপত্তি মধ্যে পড়তে হতে পারে পর্যটকদের।

ময়নায় বিজেপি নেতার খুনের প্রতিবাদে বুধবার ময়না থানায় এলাকায় ১২ ঘন্টা বনধ ও জেলা জুড়ে এক ঘন্টার পথ অবরোধ কর্মসূচি নিয়েছে বিজেপি। ময়নায় দাঁড়িয়ে এই কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকা। ১লা মে সোমবার সন্ধ্যা বেলা বিজয়কৃষ্ণ ভূঁইয়া নামে বিজেপি নেতাকে অপহরণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপর সোমবার রাত থেকেই উত্তপ্ত হয় ময়না। ২ মে মঙ্গলবার সকাল থেকে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা। এই পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়নার বিধায়ক তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।

দুপুরে ওই পথ অবরোধ কর্মসূচিতে যোগদান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বুধবার ১০০ জায়গায় রাস্তা অবরোধ এবং ময়নায় ১২ ঘণ্টার বন কর্মসূচি পালিত হবে বিজেপির পক্ষ থেকে।

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বুধবার সকাল সাড়ে দশটার পর ১০০ টি জায়গায় পথ অবরোধে সামিল হবেন বিজেপি নেতা কর্মীরা। ফলে জাতীয় সড়ক রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে যেমন পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া শিল্পাঞ্চল শহর রয়েছে, অন্যদিকে দিঘা, তাজপুর ও মন্দারমনির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে।

আরও পড়ুন, মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পুরী! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন

আরও পড়ুন, কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠ হতে পারে বিজেপি, ওপিনিয়ন পোলে কোন দল কত আসন পেতে পারে

ফলে বিজেপির এই পথ অবরোধ কর্মসূচি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের ভোগান্তির কারণ হয়ে উঠবে।

Saikat Shee

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Digha