#এগরা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত কলেজ পড়ুয়ারা। ২১ ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে আবেগের দিন। মাতৃভাষা নিয়ে আন্দোলন শুরু করেছিল বাঙালিরাই। মাতৃভাষা নিয়ে আন্দোলনকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২১ ফেব্রুয়ারি দিনটি ঘোষিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিন হিসেবে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উদযাপন করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। স্কুল কলেজে নাটক গান, নাচ, আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মূলত ছাত্র ছাত্রীরা।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল কলেজ। স্কুল-কলেজ বন্ধ থাকায় দীর্ঘদিন স্কুল কলেজের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ ছিল। পুনরায় স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু হওয়ার পরই সোমবার একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বিভিন্ন স্কুল কলেজে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছাত্র ছাত্রীরা। এগরা সারদা শশীভূষণ কলেজের পড়ুয়ারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত। কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রী মিলেমিশে আলপনা আঁকছে কলেজ ক্যাম্পাসে। ছাত্র ছাত্রীরা মিলেমিশে আয়োজন করেছে একটি নাটকের। সোমবারের আগে চলছে নিজেদের মধ্যে মহড়া। এছাড়াও গান নাচ আবৃত্তির রিহার্সাল সেরে রাখছে এই কলেজের ছাত্র ছাত্রীরা। তৃতীয় বর্ষের ছাত্রী শ্রাবণী জানা জানান, "সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস উদযাপনের জন্য আয়োজন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলেজের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তারই প্রস্তুতি চলছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Egra, International Mother Language Day