হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যের প্রধান বিরোধী দল

East Medinipur News- পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যের প্রধান বিরোধী দল

X
নমিনেশন [object Object]

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। এদিন বিজেপি প্রার্থীরা এগরা মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#এগরা: পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যের প্রধান বিরোধী দল। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ১০৮ টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বুধবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। এদিন বিজেপি প্রার্থীরা এগরা মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেয়। বিজেপি প্রতিনিধি দলের দাবি, লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী তারা।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: East Medinipur, Egra, Municipality election