#এগরা: পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী রাজ্যের প্রধান বিরোধী দল। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ১০৮ টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বুধবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। এদিন বিজেপি প্রার্থীরা এগরা মহকুমা শাসকের অফিসে নমিনেশন জমা দেয়। বিজেপি প্রতিনিধি দলের দাবি, লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে পৌর নির্বাচনে এগরা পৌরসভা জয়ের বিষয়ে আশাবাদী তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Egra, Municipality election