হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
তমলুক শহরে মদ বিরোধী আন্দোলন নাগরিক কমিটির

Purba Medinipur News: তমলুক শহরে মদ বিরোধী আন্দোলন নাগরিক কমিটির

X
শহরে  [object Object]

পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে মদবিরোধী আন্দোলন নাগরিক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের। শহরের তিন নম্বর ওয়ার্ডে একটি মদ দোকান চালু হওয়ায় প্রতিবাদে সামিল হল ওই ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি নাগরিক কমিটি মঞ্চ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে মদবিরোধী আন্দোলন নাগরিক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের। শহরের তিন নম্বর ওয়ার্ডে একটি মদ দোকান চালু হওয়ায় প্রতিবাদে সামিল হল ওই ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি নাগরিক কমিটি মঞ্চ। মদ দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পথসভা ও ডেপুটেশন জমা দেয়ার কর্মসূচি গ্রহণ হয়। স্থানীয় বাসিন্দা ও নাগরিক কমিটির বক্তব্য ওই মদ দোকানকে কেন্দ্র করে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তমলুকে পুনরায় মদ দোকান খোলায় ডেপুটেশন বিক্ষোভ মিছিল এলাকাবাসীর।

তমলুকের রত্নালী এলাকায় দীর্ঘ তিন বছর দুটি মদ দোকান বন্ধ থাকার পর আবারও একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলায় এলাকায় বিক্ষোভ দেখান নাগরিকরা। রত্নালির পুরনো জেলা রেজিস্ট্রি অফিসের কাছে দুটি লাইসেন্স প্রাপ্ত মদ দোকান খোলার পর এলাকায় জনসাধারণ 'মদ বিরোধী নাগরিক কমিটি' গড়ে তুলে প্রতিবাদ মিটিং মিছিল অবরোধ, প্রশাসনে নানান স্তরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে জোরাল আন্দোলন গড়ে তুললে দোকানগুলি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ থানায় অগ্নিসংযোগের ঘটনার পর নিষ্ক্রিয় করা হল ৪০০ কেজি বাজি

সম্প্রতি গত মঙ্গলবার আবারও এরই একটি মদ দোকান চালু হলে এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়ে। তারা এলাকায় দোকানের সামনে প্রত্যহ পিকেটিং করে বিক্ষোভ মিছিল করছে। থানায়ও ডেপুটেশন দিয়েছে কমিটি। জেলা আবগারি দপ্তরের সুপার, জেলাশাসক এবং পুলিশ সুপারকে সাত জনের একটি দল স্মারকলিপি প্রদান করেন এবং এলাকার মা-বোনসহ জনসাধারণ জমায়েত হয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করে। ওই দোকানটির সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুনঃ শীত বা গ্রীষ্ম বা হোক বর্ষা, পাঁশকুড়ার একটাই যন্ত্রনা, রেলগেট!

নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কর, আমিনুল ইসলাম, শম্ভু মান্না প্রমুখ। মদ বিরোধী নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক বলেন, 'তিন বছর আগে এই মদ দোকান খুললে আমরা প্রতিবাদ জানানোর ফলে বন্ধ হয়ে যায়। শান্তিপ্রিয় এই এলাকায় পুনরায় মদ দোকান খুলে এলাকার পরিবেশ নষ্ট করতে আমরা দিচ্ছি না। এবং যাতে এই লাইসেন্স প্রাপ্ত মদ দোকান অবিলম্বে বন্ধ হয়, সেই ব্যবস্থা নেওয়া হোক। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে।'

Saikat Shee
Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Purba medinipur, Tamluk