পূর্ব মেদিনীপুর : মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হল ১৭ বছরের স্কুলছাত্রের।ঘটনাটি ঘটে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে।মৃত ছাত্রের নাম সত্যম দাস অধিকারী বাড়ি বাজকুল গ্রামে। সত্যম বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: এক টাকায় চপ বিক্রি করে এই ব্যক্তি যা ম্যাজিক করলেন, অবাক না হয়ে পারবেন না!
জানা যায়,সোমবার সন্ধ্যায় বাজকুলে থেকে চন্ডীপুরের দিকে বাজাবেড়িয়া পেট্রোল পাম্পের কাছে একটি দ্রুত গতি সম্পন্ন ডাম্পার মোটর সাইকেলে ধাক্কা মারে।মোটর সাইকেল আরোহী ও দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পুলিশ তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।আর দুই জন সুস্থ আছে বলে জানা যায়।
আরও পড়ুন: পিছন থেকে ঝাঁপিয়ে টুঁটিতে কামড়! মহিষাদলের রাস্তায় এ যেন হলিউডের দৃশ্য...
তবে দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মোটরসাইকেল চালালেও মাথায় হেলমেট ছিল না দশম শ্রেণীর ওই স্কুল ছাত্রের। সত্যমের মৃত্যু হলেও সঙ্গে থাকা দুই বন্ধু ভালো আছে বলেই খবর। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।
এই স্কুল ছাত্রের মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুর খবরে মৃতের পরিবার-সহ স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike Accident, East Midnapore News