ময়না: ভারতীয় জনতা পার্টির ঘোষিত কর্মসূচি অনুযায়ী ময়নায় ১২ ঘণ্টার বনধ সফল করতে রাস্তায় নামল দলের নেতা ও কর্মী সমর্থকেরা। ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতার খুনের প্রতিবাদে বুধবার ময়নায় ১২ ঘণ্টার বনধ ও জেলা জুড়ে ১০০ জায়গায় পথ অবরোধ কর্মসূচি নেয় বিজেপি। বনধকে কেন্দ্র করে ময়নায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা। গ্রেফতার এক বিজেপি কর্মী।
প্রসঙ্গত ১ মে সোমবার সন্ধ্যা বেলা বিজয়কৃষ্ণ ভূঁইয়া নামে বিজেপি নেতাকে অপহরণ ও খুনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর তারপর সোমবার রাত থেকেই উত্তপ্ত হয় ময়না। ২ মে মঙ্গলবার সড়ক অবরোধ করেন বিজেপি নেতাকর্মীরা।ওই কর্মসূচিতে থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বুধবার ১০০ জায়গায় রাস্তা অবরোধ এবং ময়নায় ১২ ঘণ্টার বনধ কর্মসূচি পালন হবে বিজেপির পক্ষ থেকে।
আরও পড়ুন:‘মন কী বাত’ শোনায় শুভেন্দুর নন্দীগ্রামই প্রথম? বিজেপি-র অন্দরেই সংশয় আর প্রশ্ন
সেই মতো ময়নায় এদিন সকাল থেকেই দোকানপাট বন্ধ মোড়ে মোড়ে রাস্তা আটকে বনধ সফল করতে নেমে পড়েন বিজেপির নেতাকর্মীরা। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের মোড় ও রাজ্য সড়কের মোড়ে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয় বিজেপি।
ময়নার বনধে সকাল থেকেই মিশ্র চেহারা। কোথাও বনধ সমর্থককারীরা রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখান। কোথাও রাস্তার উপর টায়ার জ্বেলে বনধ পালন করা হয়। পুলিশের সঙ্গেও ঝামেলা লাগে বনধ সমর্থনকারীদের। পুলিশ বনধ সমর্থনকারী এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। ময়নার অন্নপূর্ণা বাজারে বনধ সমর্থনকারীদের সঙ্গে বচায় জড়ায় পুলিশ।
বনধ সমর্থনকারীদের সরিয়ে রাস্তা পরিষ্কার করতে গিয়ে বচসায় জড়ায় পুলিশ। ময়নার অন্নপূর্ণা বাজার ও রাস্তায় পুলিশ অবরোধকারীদের বাঁশ এবং চেয়ার ফ্ল্যাগ তুলে ফেলে দিলে তুমুল বাচসা শুরু বিজেপি কর্মীদের সঙ্গে, হস্তাধস্তি হওয়ারও উপক্রম হয়। র্্যাফ, কমব্যাট ফোর্সের সঙ্গে তুমুল বাচসা বাঁধে বিজেপি কর্মী সমর্থকদের। এলাকায় যান ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা৷
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।