বর্ধমান: জেলা জুড়ে চলছে "মুভ ফর আর্থ" শীর্ষক ড্রাইভ। সুইচ অন ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের এই উদ্যোগের অঙ্গ হিসাবে নানা মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছেন তাঁরা। সমাজকে সচেতন করতে কখনও বালু শিল্পের মাধ্যমে কখনও ওয়াল আর্ট কে হাতিয়ার করছেন তাঁরা । তবে এবার উঠে এল আবারও এক নতুন চিন্তাধারা। এ বার তাঁদের চিন্তাভাবনায় তৈরি করা হল প্রতীকী দৈত্য।
বর্ধমান কালনা গেট সংলগ্ন আবর্জনার স্তুপ থেকে প্লাস্টিক সংগ্রহ করে শিল্পী রঙ্গজীব রায় তৈরি করলেন প্লাস্টিকের প্রতীকী দৈত্য। আবর্জনার স্তুপ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করেই তাঁর হাতে গড়ে ওঠে এই প্রতীকী প্লাস্টিক দৈত্য। এই প্রসঙ্গে তিনি জানান " প্লাস্টিক আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকারক। বর্ধমান কালনা গেটের কাছে যে আবর্জনার স্তূপ আছে ,এখানে আমরা প্লাস্টিক দিয়ে দানব তৈরি করে এই বার্তা দিতে চাইছি যে প্লাস্টিক আমাদের কাছে দানবের সমান। কারণ এই প্লাস্টিক থেকে প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ক্ষতি হয়ে চলেছে।" আরও বলেন যে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আমরা এই দৈত্য তৈরি করেছি। এ ছাড়াও প্লাস্টিক যে ভাবে আমাদের গ্রাস করছে তা দৈত্যের সমান তা বোঝাতেই এহেন উদ্যোগ ।
আরও পড়ুন : বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এছাড়াও এই প্রসঙ্গে সমাজকর্মী সন্দীপন সরকার বলেন -"এই আবর্জনার স্তূপের মধ্যে আমরা যে জিনিস বানিয়েছি তার মধ্যে দিয়ে বোঝাতে চাইছি এটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক। প্লাস্টিক দিয়ে একটা দানব গড়ে তুলেছি যার মাধ্যমে বোঝাতে চাইছি প্লাস্টিক মানবসভ্যতাকে গিলতে বসেছে প্রায়।" আরও বলেন এর থেকে আমাদের একটা মুক্তির দরকার, তারই অঙ্গ হিসেবে আমাদের এই কর্মসূচি।
এই কাজের মধ্যে দিয়ে একটু হলেও সাধারণ মানুষ সচেতন হবে বলে মনে করছেন এই কর্মের উদ্যোক্তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Pollution, East Burdwan