হোম /খবর /পূর্ব বর্ধমান /
ঝড়ে গাছ পড়ে ভাঙল একাধিক বাড়ি! প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা

Purba Bardhaman News: ঝড়ে গাছ পড়ে ভাঙল একাধিক বাড়ি! প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা

X
 প্রতিশ্রুতি [object Object]

Purba Bardhaman News: সমস্যার কথা স্থানীয় মানুষজন জানান এলাকার স্থানীয় কাউন্সিলরকে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান খুব তাড়াতাড়ি গাছ কেটে দেওয়া হবে।

  • Share this:

পূর্ব বর্ধমান: প্রচণ্ড ঝরের কারণে গাছ পড়ে ভেঙে যায় তিনটি বাড়ি। স্থানীয় কাউন্সিলারকে বলেও হয়নি কোনও সুরাহা। তাই সমস্যার সমাধানে এ দিন বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। গত মঙ্গলবার হঠাৎ কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় গোটা বর্ধমান শহর। কোথাও ভেঙে পড়ে গাছ, আবার কোথাও ভেঙে পড়ে বাড়ি। একই ভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ড।

এই ওয়ার্ডের বিরহাটা আদিবাসী পাড়ায় একটি বড় গাছ ভেঙে পড়ে তিনটি বাড়ি ভেঙে যায়। যার জেরে সমস্যায় পরে ওই এলাকার স্থানীয়রা। এই সমস্যার কথা স্থানীয় মানুষজন জানান এলাকার স্থানীয় কাউন্সিলরকে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান খুব তাড়াতাড়ি গাছ কেটে দেওয়া হবে। কিন্তু তার পর আর দেখা পাওয়া যায় না স্থানীয় কাউন্সিলরের।

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দু’দিন ধরে বাড়ি ভেঙে এইভাবে গাছ পড়ে আছে। আমরা কাউন্সিলরকে জানাই। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমাদের অপেক্ষা করতে বলেন। তার পর আর তাঁর দেখা আমরা পাই না। যারা গাছ কাটবে, তারা পঁচিশ হাজার টাকা নেবে বলছে। আমরা লোকের বাড়িতে কাজ করি, নিজেরাই ঠিক মত খেতে পাই না। এত টাকা আমরা কোথায় পাব?’

আরও পড়ুনঃ আজ ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব, কোন কোন জেলা তোলপাড় হবে? জানুন সর্বশেষ পূর্বাভাস

আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে

এই এলাকায় অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা বসবাস করেন। গাছ কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা তাঁদের কাছে নেই। দু’দিন ধরে সমস্যার পরে থাকার কারণে বাধ্য তারা এদিন বিক্ষোভ দেখায়। বর্তমানে স্থানীয়রা চাইছেন, যাতে তাঁদের এই সমস্যার সমাধান হয়। যাঁদের বাড়িগুলি ভেঙে গিয়েছে, তাঁরা যেন ক্ষতিপূরণ পান।

বনওয়ারিলাল চৌধুরী

First published:

Tags: Purba bardhaman, Purba Bardhaman news