কেতুগ্রাম: অজয় নদের তীরবর্তী অঞ্চল থেকে ফের উদ্ধার হল একটি প্রাচীন মূল্যবান বিষ্ণু মূর্তি। মূর্তিটি উদ্ধার হয়েছে কেতুগ্রাম থানা এলাকার নারেঙ্গা গ্রামের নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে।সোমবার দুপুরের দিকে দুই যুবক এই দুই ফুট লম্বা এবং ১০ ইঞ্চি চওড়া প্রাচীন মূর্তিটি নদীর ধারের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন। উদ্ধারের কথা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে।
অজয় নদীর তীরবর্তী অঞ্চল থেকে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি গ্রামবাসীরা ঠাকুর মন্দিরে রেখে পূজার্চনা শুরু করেন ।কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে নারেঙ্গা গ্রামে গিয়ে বহু মূল্য এবং দুষ্প্রাপ্য এই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
অজয় নদের দুই তীরবর্তী অঞ্চলে এর আগেও বহু দুষ্প্রাপ্য এবং মূল্যবান দেবদেবীর মূর্তি উদ্ধার হয়। যার কারণ হিসেবে ইতিহাস গবেষকদের মতানুসারে অজয় নদীর দক্ষিণ পূর্ব দিকে মঙ্গলকোটের খেরুয়া অঞ্চলে গুপ্ত ও পাল যুগের বিষ্ণুর উপাসকদের বসবাস ছিল। যার ফলে ওই স্থান গুলিতে অনেক মন্দির ও মূর্তি ছিল। তাদের অনুমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একসময় মূর্তি ও মন্দিরগুলি অজয় নদীর গর্ভে হারিয়ে যায় এবং বর্তমান সময়ে সেগুলিই উঠে আসছে বিভিন্ন সময়ে।
আরও পড়ুন: Alipurduar News: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘোড়ামারা সেতু তৈরির দাবি কোনাপাড়ায়
আরও পড়ুন: Crime News: ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবি আদান-প্রদান, নতুন পথে নারী পাচারের ছক ফাঁস!
উদ্ধার হওয়া এই বিষ্ণু মূর্তিটির গঠনতন্ত্র দেখে ইতিহাস গবেষকদের অনুমান মূর্তিটি পাল যুগের শিল্পকর্মের নিদর্শন। এরকমই বিষ্ণু মূর্তি এর আগেও আশপাশ এলাকা থেকে উদ্ধার হয়েছে। প্রসঙ্গত,গতবছর মঙ্গলকোটের খেরুয়া গ্রাম থেকে বিরল একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। আবারও প্রাচীনকালের প্রস্তর নির্মিত শিল্পকর্মের নিদর্শন উঠে আসায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে সম্পূর্ণ এলাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Burdwan News