বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগিতায় বর্ধমান শহরের টাউন হল প্রেক্ষাগৃহে শনিবার সেফ ড্রাইভ লাইভ কর্মসূচি এবং বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য শিবির এবং সাংবাদিকদের হেলমেট বিতরণ করা হল। পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ গানে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি মানুষকে সচেতন করতে বর্ধমান থানার উদ্যোগে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। এছাড়াও বর্ধমান থানার সহযোগিতায় গতকাল টাউন হলে টোটো চালক এবং গাড়ির ড্রাইভারদের জন্য বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অতনু বন্দ্যোপাধ্যায়, ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী এবং বর্ধমান থানার মেজ বাবু পুষ্পেন্দু জানা, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা।
এই অনুষ্ঠানে ডিএসপি ট্রাফিক অতনু বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি একটা কথা বলতে চাই যখন স্টুডেন্টদের অভিভাবকরা তাদের স্কুলে দিতে এবং নিতে আসেন তখন যেভাবে গাড়িগুলো রাখা থাকে তাতে যানজটের সৃষ্টি হয়। যদি গাড়িগুলো একটু ভালো করে রাখা যায় তাহলে হয়ত আর এইরকম সমস্যা হবে না।''
আরও পড়ুন: গোপাল-হৈমন্তীর ফ্ল্যাটের আবর্জনায় বিরাট সূত্র পেল সিবিআই! নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস
এক টোটো চালক বলেন, ''হঠাৎ করে গাড়ি থামিয়ে দিলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমি টোটো চালকদের বলবো আপনারা যখন যাত্রী উঠাবেন বা নামাবেন তখন একটু বাঁদিকে দাঁড়িয়ে করবেন এবং হুট করে এদিকে ওদিকে ঘুরে যাবেন না।''এছাড়াও ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, একটা কথা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটা মোটামুটি আমরা সবাই জানি। অনেকে মেনে চলার চেষ্টা করি ,হয়তো অনেক সময় করে উঠতে পারি না।''
আরও পড়ুন: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!
এহেন অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে গাড়ি চালক, টোটো চালক সহ সাধারণ মানুষের মধ্যে আরো একবার সেফ ড্রাইভ সেভ লাইফের গুরুত্ব ও প্রয়োজীয়তার বার্তা ছড়িয়ে দিল পুলিশ প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman news, West Bengal news