পূর্ব বর্ধমান : সোমবার ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী। আপামর বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের। তাই দিনভর তাঁর লেখা কবিতা , গানে , গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান পালন করা হয় । শুধু এ রাজ্য নয় , দেশ-বিদেশেও পালন করা হয়ে থাকে কবি গুরুর জন্মদিন। কারণ , তিনি যে ‘বিশ্বকবি’ । কবির জন্মজয়ন্তী উপলক্ষে সেজে উঠেছে পূর্ব বর্ধমান শহরের পাশাপাশি জেলার একাধিক জায়গা। কবি স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলার কাটোয়া দু নং ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারী সাগ্নিক সংস্কৃতি চক্র । মেঝিয়ারী সাগ্নিক সংস্কৃতি চক্রের অফিস চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এদিন । গান ও কবিতার আসর অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রঞ্জিত ভট্টাচার্য্য, সংস্থার সম্পাদক প্রদীপ সামন্ত , সভাপতি বিবেকানন্দ বন্দোপাধ্যায় সহ ছাত্র-ছাত্রীরা । এছাড়াও এই অনুষ্ঠান দেখতে হাজিরছিলেন এলাকার মানুষজন । সংস্থার সম্পাদক প্রদীপ সামন্ত বলেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে, স্কুল, কলেজ ক্লাবে রবীন্দ্রনাথের মত মনীষীদের যেন স্মরণ করা হয় । মনীষীদের আদর্শকে পাথেয় করে যেন আমরা সকলে চলি এই বার্তাই দেন তিনি । রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী , ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। এই বিশেষ দিনটিতে কবির প্রতি শ্রদ্ধা জানানো সহ দিনভর জেলা জুড়ে হয় নানান অনুষ্ঠান । Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba bardhaman