হোম /খবর /পূর্ব বর্ধমান /
দু'জন শিক্ষকের কাছে পড়েই উচ্চ মাধ্যমিকে নবম, WBCS অফিসার হতে চায় মোনালিসা

East Burdwan News: দু'জন শিক্ষকের কাছে পড়েই উচ্চ মাধ্যমিকে নবম, WBCS অফিসার হতে চায় মোনালিসা

X
ভবিষ্যতে [object Object]

East Burdwan News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য গৃহ শিক্ষক বলতে ছিল মাত্র দুজন। এনাদের মধ্যে একজনের কাছে সে ইংরেজি পড়তো আর একজন অন্যান্য বিষয়গুলিতে তাকে সাহায্য করত

  • Share this:

জামালপুর: দর্শনে ১০০, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইংরেজিতে ৯৪ ! তাক লাগিয়ে দেওয়া রেজাল্ট করে মেধা তালিকায় জায়গা করে নিলো পূর্ব বর্ধমানের মেয়ে। মাত্র দু’জন গৃহশিক্ষক সেই সঙ্গে স্কুলের শিক্ষকদের সহায়তায় উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করল পূর্ব বর্ধমানের মেয়ে মোনালিসা পাল। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৮৮। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য গৃহ শিক্ষক বলতে ছিল মাত্র দু’জন। এনাদের মধ্যে একজনের কাছে সে ইংরেজি পড়ত আর একজন অন্যান্য বিষয়গুলিতে তাকে সাহায্য করত এবং সেই সঙ্গে ছিল স্কুলের শিক্ষকদের সহায়তার হাত। এসবের সঙ্গে নিজের অধ্যাবসা ও পরিশ্রম কে কাজে লাগিয়ে অবাক করা রেজাল্ট করল জামালপুরের মোনালিসা পাল।

এদিন ফল প্রকাশ হতেই মোনালিসা ও তার পরিবার ভেসে যায় শুভেচ্ছার বন্যায়। এই প্রসঙ্গে মোনালিসা জানায়,আমি আশা করিনি এতটা ভাল ফল হবে। আমি এক্সপেক্ট করেছিলাম ৪৮০-৮৫ পাব কিন্তু র‍্যাঙ্ক করব এটা আমি আশাও করিনি । আমাকে শিক্ষকরা যেভাবে বলতেন আমি সেভাবেই পড়াশোনা করতাম ,সারা দিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতাম। মোনালিসা আরও জানায় ভবিষ্যতে তার WBCS অফিসার হওয়ার ইচ্ছা আছে এবং এর পরবর্তীতে সে ইংলিশে অনার্স করতে চায়।মোনালিসার পছন্দের সাবজেক্ট এর তালিকায় সবার উপরে রয়েছে ইংরেজি। এবং সেইমত মোনালিসা ইংরেজি তে অনার্স করতে চায়। দৈনিক সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করে দীর্ঘ পরিশ্রম করে মোনালিসা এই নম্বর পেয়েছে।

আরও পড়ুন-জামাইষষ্ঠীর দিনে এই কাজ করে তাক লাগালেন গৃহবধূ, শুনলে চমকে যাবেন

আরও পড়ুন-উচ্চ মাধ্যমিকে অষ্টম দত্তপুকুরের শ্রীতমা, আগামীতে কী নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে, জেনে নিন

মোনালিসা আরও জানায় সে তার বাবা মায়ের কাছ থেকে এবং তার শিক্ষকদের কাছ থেকে খুবই সাপোর্ট পেয়েছে । সে জানিয়েছে তার শিক্ষকরা সাহায্য করেছে বলেই সে আজ এই জায়গায়। এছাড়াও আরও জানা গেছে পড়াশোনার পাশাপাশি মোনালিসা ভালোবাসে নাচ করতে। মধ্যবিত্ত পরিবারের এই মেয়ে মাত্র দু’জন শিক্ষকের কাছে পড়ে এহেন সাফল্য অর্জন করায় খুশি হয়েছেন সকলেই। দু’চোখে ডব্লিউবিসিএস অফিসার হবার স্বপ্ন নিয়ে ভবিষ্যতে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চায় পূর্ব বর্ধমানের এই কৃতি ছাত্রী মোনালিসা পাল।

 Bonoarilal Chowdhury

Published by:Riya Das
First published: