হোম /খবর /পূর্ব বর্ধমান /
মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগ ভাতারে

East Bardhaman News- মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগ ভাতারে

X
title=

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বরগুনা অঞ্চলের এবং ভাতার অঞ্চলের বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চাল কম দিচ্ছে সরবরাহকারী সংস্থা বলে অভিযোগ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ভাতারের বরগুনা অঞ্চলের এবং ভাতার অঞ্চলের বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চাল কম আসছে বলে অভিযোগ। চাল কম দিচ্ছে সরবরাহকারী সংস্থা বলে অভিযোগ। এদিন এই অভিযোগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা লিখিত অভিযোগ জানালেন ভাতার ব্লক আধিকারিককে। সমগ্র বিষয়টি কেন্দ্র করে ভাতারের বিভিন্ন প্রাইমারি স্কুলে চাঞ্চল্য ছড়ায়।

শিক্ষকদের অভিযোগ, তাঁরা ভাতার সমবায় সমিতি থেকে মিড ডে মিলের চাল পান। প্রতি বস্তা ৫০ কিলো করে থাকার কথা, কিন্তু এদিন বস্তা স্কুলে আসতেই মাপা হলে দেখা যায় বস্তাতে আট থেকে দশ কিলো করে চাল কম। প্রতিটি বস্তাতেই চাল কম ছিল বলে জানান তাঁরা। এটা শুধুই এক দিনের অভিযোগ নয়, তাঁদের দীর্ঘদিন ধরে এই অভিযোগ শিক্ষকদের। কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয় নি বলে দাবি তাঁদের। অবিলম্বে এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। বরগুনা অঞ্চলের এক শিক্ষক জানান, সরবরাহকারীরা চাল কম দিচ্ছে, তার দায়ভার পড়ছে তাঁদের ঘাড়ে। অবিলম্বে এর একটি ব্যবস্থা নেওয়া হোক। লিখিত অভিযোগ জানানো হল বিডিও কে। বিডিও অরুণ কুমার বিশ্বাস জানান, "অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" অপরদিকে ভাতার সমবায় সমিতির ম্যানেজার না থাকার জন্য তার কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাতারে।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bhatar, East Bardhaman, Mid Day Meal