হোম /খবর /পূর্ব বর্ধমান /
ঝড় কেড়েছে সব, ত্রিপল টাঙিয়েই লাগাতার বাঁচার লড়াই! মহুয়ার এবার উচ্চ মাধ্যমিক

HS Student Mahua Chaudhury: ঝড় কেড়েছে সব, ত্রিপল টাঙিয়ে বছরের পর বছর চলছে বাঁচার লড়াই! মহুয়ার এবার উচ্চ মাধ্যমিক

X
title=

HS Student Mahua Chaudhury: ত্রিপলের ভিতর মা-বাবা-পরীক্ষার্থী মেয়ে। একটি চৌকিতে খাওয়াদাওয়া, ঘুমনো, পড়াশোনা সব। প্রতিকূল অবস্থার সঙ্গেই চলছে মহুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি।

  • Share this:

গলসি: মাধ্যমিক শেষ করে এবার উচ্চ মাধ্যমিকের জন্য লড়াই মহুয়ার।রাস্তার ধারে ঝুঁকে পরেছে একটি শিশু গাছ। তার নিচে ত্রিপল টাঙানো বাড়িতে চার বছর ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মহুয়া চৌধুরি। রাজ্য সরকারের কন্যাশ্রীর টাকা পেলেও পাননি মাথার উপরে কংক্রিটের ছাদ।

দৈনন্দিন জীবনে দারিদ্রের ছাপ যেন স্পষ্ট ফুটে উঠেছে। গলসির আটপাড়া গ্রামের তাঁদের বসতবাড়ি বলতে আট দশ ফুটের একটি ত্রিপলের ঝুপড়ি। আর তার ভিতরে একটি মাত্র চৌকিতে খাওয়াদাওয়া ও ঘুমনো সব কিছুই। এই প্রতিকূল অবস্থার সঙ্গেই চলছে মহুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। কিন্তু এরকম পরিস্থিতি হওয়ার পিছনের কারণ হল চার বছর আগে আমফান ঝড়ে ভেঙে যায় মহুয়াদের মাটির বাড়িটি।

আরও পড়ুন: ইলেকট্রিক কেটলিতে জল গরম করছিলেন বৃদ্ধা, আচমকা চিৎকারে ছুটে যায় ছেলে! শেষে ভয়ঙ্কর পরিণতি

তখন থেকেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাবা-মাকে নিয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছেন মহুয়া। ঘরের উত্তর দিকে খোলা আকাশের নীচে হয় তিন বেলার রান্নার কাজ। বৃষ্টি নামলে আবার সেটাও বন্ধ হয়ে যায়। মহুয়া জানান, ৪ বছর ধরে এভাবেই বসবাস করতে হচ্ছে তাঁদের। মাধ্যমিক পরীক্ষাও এখানে থেকে কষ্ট করেই দিয়েছেন। কান্নায় ভেঙে পড়ে মহুয়া আরও বলেন যে, স্কুল থেকে যে টাকা পায় সেখান থেকেই কোনও রকমে চালাতে হয় সংসার।

আরও পড়ুন: একই স্বাদ, কামড়ালেই মচমচে শব্দ! ১০০ বছর ধরে জলপাইগুড়ির প্রিয় বিশ্বনাথের কচুরি

মহুয়া লজ্জায় কাউকে বলেতেও পারে না সে কোথায় বাস করে। মহুয়ার মা রেখা বেগম গৃহবধূ। বাবা মান্নান চৌধুরি দিনমজুর। সপ্তাহে দু'দিন কাজ হয়, তো পাঁচদিন বন্ধ। ফলে অভাব-অনটন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁদের। দুঃখ ও যন্ত্রনাকে নিত্যসঙ্গী করেই  এখন মহুয়ার লক্ষ্য উচ্চ মাধ্যমিক।

বনোয়ারিলাল চৌধুরী

Published by:Raima Chakraborty
First published:

Tags: East Bardhaman news, Higher Secondary 2023, Higher Secondary Exam