পূর্ব বর্ধমান: রাত পোহালেই বসন্ত উৎসব । আপামর দেশবাসী মেতে উঠবে রঙের উৎসব দোল উৎসবে। শিমুল পলাশ আবিরের রঙে রাঙানো স্থল, জল, বনতল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। তাই বসন্ত উৎসবের প্রাক্কালে বসন্তের আবাহন করলেন নতুন আমিরপুর উচ্চ বিদ্যালয়। গত রবিবার এই বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব।
স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক, সকলেই মেতে উঠলেন রংয়ের উৎসবে। রবিবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরী ও বসন্ত উৎসব উপলক্ষে পুরো বিদ্যালয় কে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন হাতের কাজ দিয়ে দিয়ে সাজিয়ে তোলা হয়। এর পাশাপাশি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য স্কুলের তরফে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। আমিরপুর উচ্চ বিদ্যালয় এর এই বসন্ত উৎসব প্রসঙ্গে এলাকার বিধায়ক বলেন
" এ বছর নতুন না প্রত্যেক বছর এর আগেও প্রত্যেক বছর এই বিদ্যালয়ের তরফে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকারা যেভাবে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বসন্ত উৎসব আয়োজন করেন তাতে সত্যিই আমি অভিভূত এর আগেই দু'বছর কোভিড মহামারীর কারণে এই বসন্ত উৎসব বন্ধ ছিল। আমার এলাকায় এইরকম উৎসব একটি নতুনত্ব বিষয়।স্কুল কর্তৃপক্ষ এর তরফে আজ মধ্যাহ্নভোজনেরও আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এখানে অনেক অভিভাবকও এসেছেন ।শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্র-ছাত্রীদের সম্পর্ক আরো সুমধুর করে তোলাই এই প্রকার অনুষ্ঠানের উদ্দেশ্য।" সঙ্গে তিনি আরও বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল থেকে এই স্কুলে একটি মঞ্চ দেওয়া হয়েছে । যে মঞ্চটি আজকে উদ্বোধন করা হল।"
আরও পড়ুন: 'দোলে দয়া করে পশুর গায়ে রং দেবেন না!' সচেতনতা মিছিলে পা মেলালেন সকলে
আরও পড়ুন: সবার চোখের সামনে নারায়ণ! ফের উদ্ধার প্রাচীন মূল্যবান বিষ্ণুমূর্তি
কোভিড মহামারীর কারণে দু বছর বন্ধ থাকার পর পুনরায় নিজেদের স্কুলের বসন্ত উৎসবকে ফিরে পেয়ে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, অভিভাবক সকলেই।
Bonoarilal Chowdhuryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Burdwan News, Holi 2023