হোম /খবর /পূর্ব বর্ধমান /
মোটরসাইকেলের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, আহত চার

East Bardhaman News- ভাতারে মোটরসাইকেলের সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষে আহত চার

X
title=

চার চাকা গাড়ির চালকের অসাবধানতায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহত দুই গাড়িরই যাত্রী। 

  • Share this:

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ভাতারের আমারুণ বাসস্ট্যান্ডের কাছে একটি চার চাকার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। এছাড়াও চারচাকা গাড়ি তে থাকা দুই ব্যক্তিও আহত। পুলিশ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (East Bardhaman News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মোটরসাইকেল আরোহী শান্তনু ঘোষ ও অপর্ণা ঘোষ, এদের বাড়ি ভাতারের নর্যা গ্রামে। চারচাকায় আহতদের বাড়ি দুর্গাপুর এলাকায়। জানা গিয়েছে, মোটরসাইকেলটি বর্ধমান থেকে ভাতার বাজারের দিকে আসছিল। ঠিক উল্টোদিকে চারচাকা গাড়ি টি যাচ্ছিল ভাতার থেকে বর্ধমানের দিকে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা টি মোটরসাইকেল কে ধাক্কা মারে। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, চার চাকা গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ায় ডান দিকে স্টেয়ারিং ঘুরিয়ে দেয়, এরপরই এই দুর্ঘটনা ঘটে। চালকের অসাবধতনার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।(East Bardhaman News) উল্লেখ্য, সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে মেমারীর তক্তিপুরে। লরির সঙ্গে টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। মারা যান দুজন, আহত হন তিনজন। বিয়ের অনুষ্ঠান থেকে টাটা সুমো করে পাঁচ জন বাড়ি ফিরছিলেন রাধাকান্তপুর সংলগ্ন কালিবেলে গ্ৰামে। সেই সময় সাতগাছিয়া থেকে মেমারী অভিমুখে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তক্তিপুরের পীরতলার কাছে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। সড়ক দুর্ঘটনা ঘিরে ফের পথ নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন (Road Accident)।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bhatar, East Bardhaman, Road Accident