পূর্ব বর্ধমান : অশনির ভয়ে আগে ভাগেই গাছের আম পেড়ে নিয়েছিলেন চাষীরা। পূর্বস্থলীর বিভিন্ন একালায় কাঁচা আম পেড়ে নিয়েছেন চাষীরা। বাগান থেকে সরাসরি কাঁচা আম বিক্রি করে দিচ্ছেন চাষীরা। এবছর আম চাষীরা পাইকারি প্রতি কিলোর দাম পাচ্ছেন ৩০ থেকে ৪০ টাকা। তবে কিছু ভালো জাতের আম গাছে রেখে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাষীরা।ঝড়ে সব আম পড়ে যাওয়ার আগে , গাছ থেকে আম পেড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুনঃ
East Bardhaman News- মাটির নীচে ঘর বানিয়ে ফেলল চার বালক! দেখলে তাক লেগে যাবে!
গাড়ি বোঝাই করে সেই আম যাচ্ছে বিভিন্ন জেলার আড়তে। যাতে চাষের আম নষ্ট না হয় তাই আগেই আম পেড়ে নিয়েছেন চাষীরা। যদিও পূর্বস্থলীতে এবার সুস্বাদু আমের ফলন কম। ফলে এবছর আমের দাম যে , দ্বিগুন হতে চলেছে, সেকথা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের আম উৎসবে পূর্বস্থলীর সুস্বাদু আম পুরস্কৃত হয়েছে আগেই। মাটির গুনে পূর্বস্থলীর হিমসাগর, ল্যাড়া, গোলাপখাস , মিঠুয়া , আম্রপলী বাংলায় সেরা আম হিসাবে জায়গা করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার আম উৎসবেও সেরার সম্মান পেয়েছে পূর্বস্থলীর আম। সেই সুখ্যাতি বজায় রেখেছে পূর্বস্থলীর আম। প্রতিবছর পূর্বস্থলীর আমের ফলন যেমন ভালো হয় তেমনই দাম পান চাষীরা। তবে এবছর একদিকে ফলন কম অন্যদিকে আগেই আম পেড়ে ফেলতে হয়েছে চাষীদের। ফলে এবছর লক্ষ্মী লাভ নিয়ে চিন্তায় চাষীরা। তবে এ বছর ফলন কম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ আম চাষীদের। আর গোদের ওপর বিষফোঁড়া অশনির সংকেত কালঘাম ছুটিয়েছিল চাষীদের।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mangoes, Purba bardhaman, Purbasthali