হোম /খবর /পূর্ব বর্ধমান /
চাষীদের জন্য বড় সুখবর! এই যোজনায় কী কী বিনামূল্যে পাওয়া যাচ্ছে জেনে নিন

East Burdwan News: চাষীদের জন্য বড় সুখবর! রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় কারা আবেদন করতে পারবেন? কী কী সুবিধা পাবেন? জেনে নিন

X
চাষীদের [object Object]

নতুন এই প্রকল্পের জেরে ফল ও সবজি চাষীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে নতুন এই প্রকল্পের জেরে ফল ও সবজি চাষীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে নতুন এই প্রকল্পের জেরে ফল ও সবজি চাষীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কৃষকদের জন্য নতুন প্রকল্প আনছে উদ্যান পালন দপ্তর। নতুন এই প্রকল্পের জেরে ফল ও সবজি চাষীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে। উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের জন্য থাকছে তিনটি সুবিধা। যেগুলি হল, বিনামূল্যে ব্যাটারি চালিত স্প্রে মেশিন, বিনামূল্যে মালচিং সিট এবং এইচ ডি পি ই ভার্মি কম্পোস্ট বেড। জানানো হয়েছে, অন্তত এক বিঘা জমির আসল কাগজপত্র আধার কার্ড ও ভোটার কার্ড ঠিক থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কৃষকরা। এই প্রকল্প প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা উদ্যান পালন আধিকারিক রাহুল চক্রবর্তী বলেন,

২২-২৩ বর্ষে আমাদের যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং স্টেট বাজেট অর্থাৎ রাজ্য বাজেটের যে সমস্ত প্রকল্প গুলো ছিল তা আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখন ২২-২৩ বর্ষের শেষে তিনটি প্রকল্প চলছে যেটা এই মাসেই শেষ হয়ে যাবে । তার মধ্যে একটি হল যে সকল চাষীরা ফল এবং সবজি চাষের সঙ্গে যুক্ত আছেন তারা বিনামূল্যে ১৬ লিটার ক্যাপাসিটির ব্যাটারী চালিত স্প্রে মেশিন পাবেন। জেলার জন্য মোট ৪৩৭ টি স্প্রে মেশিন বরাদ্দ হয়েছে ।

দ্বিতীয়ত, আমাদের মালচিং সিট যা জমিতে রাখলে জমির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে, যা সবজী এবং ফল বাগানে ব্যবহার করা যায়, আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে, মাটির উষ্ণতা বাড়ায় যার ফলে উপকারী জীবাণুগুলো ভাল করে কাজ করতে পারে এবং গাছের পুষ্টি ভাল হয় । সেরকম মালচিং সিট ১.২ মিটার চওড়া এবং ৪০০ মিটার লম্বা আমরা জেলার জন্য বরাদ্দ করেছি ২০৬ পিস । যার মাধ্যমে আমরা ১ বিঘায় দুটো লাগলে ১০৩ বিঘা কভার করতে পারবো ।

আরও পড়ুন: বোরো চাষের সময় চুরি একের পর এক সেচ পাম্প, মাথায় হাত কৃষকদের

এছাড়া আমরা এইচ ডি পি ই ( হাই ডেনসিটি পলি ইথিলিন ) ভার্মি কম্পোস্ট বেড এই জেলায় চাষীদের বিনামূল্যে বিতরণ করার জন্য ৭২০ পিস বরাদ্দ পেয়েছি । এটাও আমরা কিছু দিনের মধ্যে সম্পূর্ণ করবো।

কিছুদিন আগেই আর কে ভি ওয়াই ( রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা) এর যে জেলা কমিটি আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তারা ব্লকে আবেদন করবেন ৷  ব্লক লেভেলে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে , নির্দিষ্ট ব্লকের বিডিও সাহেব সেই পঞ্চায়েত সমিতির সভাপতি , কৃষি উন্নয়ন আধিকারিক-সহ কৃষি অধিকর্তা এবং সহ উদ্যানপালন অধিকর্তা,এই চার জনের একটি কমিটি৷  তারা সমস্ত আবেদন ভেরিফাই করবেন এবং ফাইনাল লিস্ট তৈরী করে জেলায় পাঠাবেন। এবং জেলায় যে ফাইনাল লিস্ট আসবে তারাই এই সুবিধা গুলি এখন পাবেন।

আরও পড়ুন: চাষের সময় হঠাৎ পাওয়ার টিলার খারাপ হলে কী করবেন? কৃষকদের দেওয়া হচ্ছে মেকানিকের প্রশিক্ষণ

এছাড়াও আরও জানা যায় যে, ২০২৩-২৪ অর্থ বর্ষের জন্য অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান অর্থাৎ বার্ষিক কর্ম পরিকল্পনা জমা দেওয়া হয়েছে । মোট ৩২ টা প্রকল্পের জন্য প্রায় ৩২৫ লক্ষ টাকার প্ল্যান রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় জমা দেওয়া হয়েছে৷ এটা পাস হয়ে গেলেই পরবর্তী কাজও শুরু হয়ে যাবে।

Published by:Ankita Tripathi
First published:

Tags: East Burdwan News, Farmer