হোম /খবর /পূর্ব বর্ধমান /
বালি দিয়ে তৈরি করা হল কার্জন গেট, সাইকেল এবং গাছ 

East Burdwan News: বালিকে হাতিয়ার করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন এক শিল্পী

X
বালিকে [object Object]

পূর্ব বর্ধমান: না এটা উড়িষ্যার পুরী সি-বিচ নয়, এটা পূর্ব বর্ধমানের দামোদর চর। যেখানে বালিকে হাতিয়ার করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন এক শিল্পী।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পূর্ব বর্ধমান: না এটা উড়িষ্যার পুরী সি-বিচ নয়, এটা পূর্ব বর্ধমানের দামোদর চর। যেখানে বালিকে হাতিয়ার করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন এক শিল্পী। পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাব এবং সুইচ অন ফাউন্ডেশন নামক দুই সংস্থার যৌথ উদ্যোগে 'মুভ ফর আর্থ'  কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার এমনই দৃশ্য উঠে এলো বর্ধমান সংলগ্ন পালা চরমানা নামক এলাকা থেকে। দামোদরের তীরে বালু ভাস্কর্য শিল্পী রঙ্গজিব রায়ের শিল্পকর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় বর্ধমানের বিখ্যাত স্থাপত্য কার্জন গেট । এর পাশাপাশি জনগণকে সাইকেল চালাতে উদ্বুদ্ধ করার জন্য বালি দিয়ে গড়ে তোলা হয় সাইকেল।

আরও পড়ুনঃ MA পাশ মেয়ে অনুপ্রেরণা, একসঙ্গে মাধ্যমিক দিচ্ছেন স্কুলছুট মা ও ছেলে, চিনুন তাঁদের

সেই সঙ্গে মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করতে এবং গাছ লাগানোর বার্তা সাধারণ জনগণের মধ্যে পৌঁছে দিতে বালি দিয়ে গড়ে তোলা হয় গাছের আদল। পরিবেশ সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরতে রাজ্যের বিভিন্ন জেলায় এমনকি রাজ্যের বাইরেও এই ‘মুভ ফর আর্থ’  ক্যাম্পেন চালাচ্ছে এই দুই সংস্থা। এই ক্যাম্পিং প্রসঙ্গে সাইকেলিং ক্লাব এর এক সদস্য জানান যে তাঁরা পরিবেশ সচেতনতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। এর পাশাপাশি গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন করার বিষয়টাও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। সেই লক্ষ্যেই এই ক্যাম্পেন কর্মসূচিটি পালন করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন শুধু পূর্ব বর্ধমান নয়, রাজ্যের বিভিন্ন জেলায় এবং রাজ্যের বাইরেও এই কর্মসূচি বা ক্যাম্পেইনটি তাঁরা চালাচ্ছে।

আরও পড়ুনঃ পরপর গ্রামের ৬ টি বাড়িতে চুরি, আতঙ্কে ঘুম উড়েছে সবার

এহেন উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত বালু ভাস্কর্য শিল্পী রঙ্গজিব রায়ও। তিনি জানান যে এই দুই সংস্থার ভাবনা ও উদ্যোগ থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং নিজের শিল্পের দ্বারা এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি।

পালা চরমানা এলাকায় এহেন ক্যাম্পেন এবং বালু ভাস্কর্য নজর কাড়ে অনেকেরই। বর্ধমান সাইকেলিং ক্লাব এবং সুইচ অন ফাউন্ডেশনের এই পরিবেশ বান্ধব কর্মসূচির উদ্যোগে আনন্দিত এলাকাবাসী।

Bonoarilal Chowdhury

Published by:Salmali Das
First published: