হোম /খবর /পূর্ব বর্ধমান /
শিবরাত্রি পালন পূর্ব বর্ধমানের জেলা শাসকের! হল নটরাজ মূর্তির উদ্বোধন

East Burdwan News: শিবরাত্রি পালন পূর্ব বর্ধমানের জেলা শাসকের! হল নটরাজ মূর্তির উদ্বোধন

X
হাজার [object Object]

শনিবার মহা শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মত বারও জাঁকজমক সহকারে পুজো হচ্ছে।  পাশাপাশি বসেছে মেলাও।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে ১০৮ শিব মন্দির। বহু পুরনো এই শিব মন্দিরে দুরদুরান্ত থেকে ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে। শনিবার মহা শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মত বারও জাঁকজমক সহকারে পুজো হচ্ছে।  পাশাপাশি বসেছে মেলাও। রবিবার ১০৮ শিব মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। ১০৮ শিব মন্দিরে নটরাজ মূর্তির শুভ উদ্বোধন করলেন তিনি।প্রিয়াঙ্কা বলেন, "আগেও মন্দিরে আমার খুব ভাল লেগেছে।  শিবরাত্রির দিন এই জায়গাটা আলাদা মাধুর্য আছে। ট্রাস্ট বোর্ডের তরফ থেকে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন রকম সৌন্দর্যায়ন উপর জোর দেওয়া হয়েছে। এটা দেখে খুব ভাল লাগছে।"১০৮ শিব মন্দিরের ট্রাস্টবোর্ডে এক সদস্য বলেন, "প্রতি বছরের মতো এ বছরও শিবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। মন্দিরের পাশেই বসেছে মেলা সেখানেও প্রচুর সংখ্যক মানুষ আসছেন। বিকালের পর থেকে আরও মানুষের সংখ্যা বাড়বে।"

    আরও পড়ুন: এবার ঝেঁপে বৃষ্টি, বাদ নেই কলকাতাও! বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের, সতর্ক থাকতেই হবে

    আরও পড়ুন:দুর্নীতি রুখতে থানায় অ্যান্টি করাপশন অফিসার, তাকেই গ্রেফতার করল পুলিশ! বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য

    সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বতী বাউল। ট্রাস্টবোর্ডের তরফ থেকে মন্দিরের বিভিন্ন রকম সৌন্দর্যায়ন উপর জোর দেওয়া হয়েছে এবং আগামী দিনও  এই ১০৮ শিব মন্দিরকে আরও সুন্দর করে তোলার চেষ্টা জারি  থাকবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।বনওয়ারিলাল চৌধুরী

    First published:

    Tags: Burdwan