হোম /খবর /পূর্ব বর্ধমান /
স্কুলমুখী করতে পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাতারে

East Bardhaman News- স্কুলমুখী করতে পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাতারের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ে 

X
title=

ভাতারের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাচ, গান, কবিতা পাঠ করে খুদে পড়ুয়ারা

  • Share this:

#পূর্ব বর্ধমান- রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলেছে নিয়ম মেনে। ফাঁকা জায়গায় ক্লাস করার নির্দেশ দিয়েছেন শিক্ষা দফতর। সপ্তাহে দুদিন করে ক্লাস হবে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেইমতো ভাতারের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাচ, গান, কবিতা পাঠ করে খুদে পড়ুয়ারা।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Bardhaman news, Bhatar, East Bardhaman