#পূর্ব বর্ধমান: মজুরি বৃদ্ধি ও সঠিক সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ করে কালনা পৌরসভার প্রায় ৮০ জন অস্থায়ী সাফাই কর্মী, কালনা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে উপ পৌরপতি এলে তাকেও ঘিরে বিক্ষোভ দেখায় অস্থায়ী সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ, বকেয়া বেতন তাঁরা ঠিক ভাবে সময়মতো পাচ্ছেন না এবং তাদের মজুরি মাত্র ২০০ টাকা। সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এত কম বেতনে আর তাঁরা টানতে পারছেন না। এদিন অবস্থান বিক্ষোভে সামিল হয় কালনা পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাঁরা কাজ বন্ধ রাখেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, বেতন না দিলে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কাজ বন্ধ করবেন।
আরও পড়ুন Day care Cancer Unit| Siliguri: মেডিক্যালের পর এবারে ডে কেয়ার ক্যানসার ইউনিট চালু হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে, স্বস্তি আক্রান্তদের পরিবারের বিক্ষোভকারী বসন্ত রাজবংশী, রঞ্জিত মল্লিকরা বলেন, একে তো বেতন কম তার উপর দেরিতে বেতন দেওয়া হচ্ছে। ফলে তাদের সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। এ বিষয়ে এদিন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল জানান, অস্থায়ী কর্মীর মাইনে আমরা মূলত একশো দিনের কাজের যে টাকা আসে সেই টাকা থেকেই তাদেরকে দিই। কেন্দ্রীয় সরকার এর কাছে যে বকেয়া টাকাটা রয়েছে সেই বকেয়া টাকা না মেলায় আমাদের অন্য ফান্ড থেকে সেটিকে ব্যবস্থা করে তাদের দিতে হচ্ছে। তার জন্য একটি রেজুলেশন পাশ করার প্রয়োজন। সেই কারণে ওদের মাইনে দিতে বিলম্ব হচ্ছে। তবে এক দুদিনের মধ্যে তাদের টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপ পৌরপতি। Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, South bengal news