#পূর্ব বর্ধমান: চিরাচরিত প্রথা মেনে শুরু হল পূর্বস্থলী বৈদিকপাড়ার ঐতিহ্যবাহী বুড়োমা দক্ষিণাকালীর বাৎসরিক পুজো অনুষ্ঠান। আগামী তিন দিন ধরে চলবে পুজো ঘিরে নানা ধর্মীয় অনুষ্ঠান ও মেলা। বাৎসরিক পুজোর অনুষ্ঠানের শুরুতেই পূর্বস্থলীর রাস্তায় বের করা হয় শোভাযাত্রা। শত শত ভক্তরা এদিন হাজির হন এই শোভাযাত্রায়। স্টেশনবাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাষ্ঠশালী গঙ্গার ঘাট পর্যন্ত যায়। আর সেখান থেকে গঙ্গা জল এনে ভক্তরা মন্দিরে পুজো দেন বলে জানা গিয়েছে। এদিনের শোভাযাত্রায় ছিল নানা বাদ্যযন্ত্র, ট্যাবলো সহ দেবদেবীর বেশে সঙ। কেউ কালীর বিভিন্ন রূপে নিজেকে সাজিয়েছেন, তো কেউ সেজেছেন শিব। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে এদিন স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই পুজো ঘিরে তিন দিন ধরে চলা অনুষ্ঠানে হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। এই তিন দিন কার্যত এলাকার মহিলারা মন্দিরেই থাকেন। মূলত এই পুজোয় মহিলাদের উদ্যোগ একটু বেশিই থাকে। পুজোর জন্য গঙ্গায় জল আনতে যাওয়ার সময় মহিলাদের ভিড় উপচে পড়ে। প্রতিবছরের মতো এবছরও ঐতিহ্যবাহী বুড়োমা দক্ষিণাকালীর পুজোকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সমবেত হয়েছেন এই বুড়োমা দক্ষিণাকালীর বাৎসরিক পুজো উপলক্ষে। যদিও করোনা আবহে দীর্ঘ দু বছর ছেদ পরেছিল পুজোয়। তবে এই বছর ফের পুরোনো মেজাজেই শুরু হল বুড়োমা দক্ষিণাকালীর পুজো। সব মিলিয়ে বুড়োমা দক্ষিণাকালীর পুজো ঘিরে এলাকায় রয়েছে উৎসবের মেজাজ।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman, Purbasthali