হোম /খবর /পূর্ব বর্ধমান /
শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ভয়াবহ শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু

West Burdwan News : শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে ভয়াবহ শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যু

হাড়হিম করা ঘটনা

হাড়হিম করা ঘটনা

কে বা কারা হামলা চালাল, স্পষ্ট নয়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শক্তিগড়, পূর্ব বর্ধমান: হঠাৎ গুলির শব্দ৷ রবিবার সন্ধ্যায় চমকে উঠেছিলেন স্থানীয়েরা৷ ততক্ষণে সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভার এর পাশে পড়ে রয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝার। শনিবার শক্তিগড়ের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, একাধিক গুলি বিদ্ধ করেছিল রাজুর শরীর। তাঁর সঙ্গীও গুরুতর আহত।

কয়লা মাফিয়া বলে পরিচিত রাজু ঝা৷  গত বিধানসভা নির্বাচনের আগে এই ব্যবসায়ী পদ্ম শিবিরে নাম লেখান। যদিও তাঁর সঙ্গে বামেদেরও সখ্যতা ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে, তিনি কলকাতা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তখনই তার উপর হামলা হয়। জাতীয় সড়কের ওপর রাজু ঝাকে গুলি চালানো হয়। মৃত্যু হয় তাঁর৷

এলাকাবাসী জানাচ্ছেন, গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা বেরিয়ে আসেন।  স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নীল রংয়ের একটি চারচাকা গাড়ি করে এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা শক্তিগরের ল্যাঙচার দোকানের সামনে সাদা রঙের গাড়িতে থাকা আরোহীকে কয়েক রাউন্ড গুলি করে কলকাতার দিকে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভিড় করেন। জাতীয় সড়কে প্রশ্নের মুখে নিরাপত্তা। কে বা কারা হামলা চালাল, স্পষ্ট নয়। নিহত রাজু ঝায়ের সঙ্গীর হাতে গুলি লেগেছে, তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

নয়ন ঘোষ

Published by:Rachana Majumder
First published:

Tags: Shootout