হোম /খবর /পূর্ব বর্ধমান /
টুইন নারকেল গাছ! তিন বছরের মধ্যে ৯০০-র বেশি ফল দেবে! হাজার হাজার টাকা লাভ

Bardhaman News: টুইন নারকেল গাছ! তিন বছরের মধ্যে ৯০০-র বেশি ফল দেবে! হাজার হাজার টাকা লাভ

X
৬০০ [object Object]

Bardhaman News:  এমন নারকেল গাছ কোথায় পাবেন? মাত্র তিন বছরের মধ্যেই ৯০০-র বেশি নারকেল হবে গাছে? অবাক হবেন জানলে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পূর্ব বর্ধমান: আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন ? বাড়ির মধ্যে কিমবা পাশে কিছুটা ফাঁকা জায়গা থাকলে আপনিও লাগিয়ে দেখতে পারেন এই গাছ অথবা করতে পারেন এই চাষ। এই গাছ থেকে যে পরিমাণ ফলন পাবেন তা চমকে দেবে আপনাকেও। একটি চারা থেকেই হবে দুটি গাছ। দুটি গাছই ফলন দেবে সমান ভাবে। একবার কিছুটা টাকা খরচ করে এই গাছের চারা কিনলেই ফল পাবেন বছর বছর। এককালীন দুই থেকে আড়াই হাজার টাকা ব্যয়ে বিশেষ প্রজাতির নারকেল গাছের চারা রোপণ করলেই মাত্র কয়েক বছরের মধ্যে ফেরত পাবেন কয়েক গুণ লভ্যাংশ। এই বিশেষ প্রজাতির বিদেশি টুইন নারকেল চাষে মোটা টাকা অর্জনের পথ দেখাচ্ছে পূর্ব বর্ধমানের এক বেসরকারী সংস্থা। এই সংস্থার ডিরেক্টর শেখ মহ: রফিক জানান ,

যে নারকেল চাষের কথা বলা হচ্ছে সেটা হল টুইন প্রজাতির নারকেল । এই নারকেলের গুণ হচ্ছে  ৬০০ ml জল পাওয়া যায় মাত্র একটা নারকেলে । এটা আপনারা লাগাবেন এই কারণেই কারণ দেশীয় জাতের তুলনায় এই নারকেলের ফলন তাড়াতাড়ি হচ্ছে। এই গাছ লাগানোর আড়াই থেকে তিন বছরের মধ্যে ফলন দিতে শুরু করবে। এবং একটি চারা থেকে যে দুটি গাছ হবে , প্রত্যেক গাছে কম করে বছরে নারকেল হবে চারশো থেকে সাড়ে চারশো পিস। অর্থাৎ একটি টুইন নারকেলের গাছ থেকে বছরে নারকেল পাবেন প্রায় ৯০০ থেকে ৯৫০ পিস। এই গাছ ফলন দেবে খুব ভালো মানের এবং এটি একটি শর্ট হাইট এর গাছ। এই গাছের উচ্চতা খুব বেশী হয় না । এই চাষ আপনি চাইলে মাত্র একটি গাছ দিয়েও শুরু করতে পারেন। চাষের সঙ্গে প্রশিক্ষণ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে । এছাড়াও গাছ লাগানোর ৬ মাসের মধ্যে যদি গাছ কোনো কারণে মারা যায় তাহলে একদম বিনামূল্যে গাছ চেঞ্জ করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি তিন বছরের মধ্যে ফলন না হয়, তাহলে সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, তার জন্য থাকবে লিখিত কাগজ ।

আরও পড়ুন:  চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হল নদিয়ায় ! কারণ অবাক করবে আরও পড়ুন:

উৎপাদিত ফলন আপনি চাইলে এই সংস্থার কাছেও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ডাব এর দাম দেওয়া হবে ২০ টাকা এবং নারকেল হলে দাম দেওয়া হবে ২৫ টাকা। সংস্থার কথামত,হিসাব অনুযায়ী এই গাছ লাগিয়ে একবার দুই থেকে আড়াই হাজার টাকা ইনভেস্ট করলে তিন বছর পর থেকে প্রতি বছর কম করে একটি গাছ থেকে ১৮০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। যোগাযোগ - 7001825422

Bonoarilal Chowdhury
Published by:Piya Banerjee
First published:

Tags: Bardhaman news, Business, Coconut