পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা! চললো গুলিও ! পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার, দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে ড্রেন নির্মাণ কে ঘিরে বচসা বাঁধে দুই পরিবারের মধ্যে। আর সেই বচসার জেরে আচমকাই চললো গুলি। প্রতিবেশীদের এহেন কান্ড দেখে আতঙ্কিত ও কার্যত হতবাক প্রতিবেশী সহ অন্যান্য গ্রামবাসীরা।
গুলির আওয়াজে গ্রামে তৈরি হয় সাময়িক উত্তেজনা। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামের বাসিন্দা অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরির করতে গেলে তার প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ সেই কাজে বাধা দেন। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়ান বিপ্লব সাধুখাঁ ও অশোক বিশ্বাস নামক এই ২ প্রতিবেশী। এই বচসা কার্যত হাতাহাতির রূপ নেয়।
এমতাবস্থায় বিপ্লব সাধুখার ছেলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বছর সতেরোর রাজীব সাধুখাঁ হঠাৎই তাদের ঘর থেকে একটি লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বের করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায় অশোক বিশ্বাস ও তার পরিবার।
অশোক বিশ্বাস জানায়, “আমার ছেলের বিয়ের কারণে তিনদিনের জন্য একটা পাইপ বসাতে চেয়েছিলাম । তর্ক বিতর্ক হতে হতে হটাৎই রাজীব সাধুখাঁ নামে ছেলেটি বন্দুক নিয়ে এসে গুলি চালায়। আমার দাদা যদি গুলি চালানোর সময় বন্দুকের নল উপর দিকে না করে দিত তাহলে তিন-চার জন আমরা একসঙ্গে মরে যেতাম “।
গ্রামে আচমকা গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরাও। ১৭ বছরের ছেলের গুলি চালানোকে কেন্দ্র করে গ্রামে তৈরি হয় উত্তেজনা। এরপর প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে, মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি টাঙ্গি ও একটি দোনালা বন্দুক উদ্ধার করেছে। এই সামগ্রিক ঘটনায় বিপ্লব সাধুখা ও তার ছেলে রাজিব সাধুখাঁ কে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman