পূর্ব বর্ধমান, মন্তেস্বর: ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন আদিবাসী সম্প্রদায়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বামুনিয়া বাজার এলাকায়। এদিন বামুনিয়া বাজার এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী।
সোমবার মন্তেশ্বরের বামুনিয়া বাজার এলাকায় আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগনের সদস্যেরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তায় তৈরি হয় যানজট। প্রসঙ্গত, পুরুলিয়া জেলার অন্তর্গত একটি গ্রামের মধ্যে ১০০ আদিবাসী পরিবারকে সামাজিকভাবে বয়কট করা এবং সেইসাথে ঝাড়গ্রাম এলাকায় আদিবাসী পরিবারের উপর অত্যাচারের প্রতিবাদে এই দিনের এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়।
আরও পড়ুন: ৭৫ বছরে ৭৫টি কেক কেটে উদযাপন! কোথায় ঘটনা এই অভিনব ঘটনা? জানেন..
আরও পড়ুন: বিকট আওয়াজ! হঠাৎ করেই আকাশ থেকে জঙ্গলে পড়ল… ওটা কী? গোয়ালতোড় এলাকায় তীব্র চাঞ্চল্য
আদিবাসী সম্প্রদায় ভুক্ত করিম হাসদা নামক এক ব্যক্তি উক্ত অবরোধ ও কর্মসূচি প্রসঙ্গে জানান,‘‘আজকে আমাদের সেঙ্গেল অভিযানের ডাকে এই অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরুলিয়া জেলার একটি গ্রামে ১০০ জন আদিবাসীকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদের গ্রাম থেকে বেরোতে দেওয়া হচ্ছে না৷ আবার ওই গ্রামে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। তাদের মাঝি পরগনা থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে যেন সুবিচার তারা পায়, সেই কারণেই আজ আমাদের এই আন্দোলন।’’
এই পথ অবরোধের জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় যার জেরে তৈরি হয় ব্যাপক যানজট। অবশেষে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman