হোম /খবর /পূর্ব বর্ধমান /
৯৮ টি অবৈধ গ্যাস সিলিন্ডার সহ আটক এক 

East Bardhaman News- ৯৮ টি অবৈধ গ্যাস সিলিন্ডার সহ আটক এক 

অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত সহ এক ব্যাক্তিকে আটক করল পুলিশ

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান: অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত সহ এক ব্যাক্তিকে আটক করল পুলিশ। গৃহস্থের কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য মজুদ করে বিক্রি করার অভিযোগে এক গ্যাস সরবরাহকারী কে গ্রেফতার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ (East Bardhaman News)। আটক করা হয় গাড়ি সমেত ৯৮ টি গ্যাস সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত কাঁটাপুকুর এলাকায়। ডিইবি আধিকারিক নিতু সিং এবং সেহারা ফাঁড়ির ইনচার্জ রাজেশ মাহাতোর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এই যৌথ উদ্যোগে ওই গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করা হয় এদিন । গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া গাড়িটিকেও আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

ডিএসপি ডিইবি সমরেশ দে জানান, সূত্র মারফত খবর আসে। এরপর এদিন রায়না থানার অন্তর্গত সেহারাবাজার ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে কাঁটাপুকুর এলাকার দুটি ঘরে অভিযান চালিয়ে রান্নার কাজে ব্যবহার করা ৯৮ টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে (East Bardhaman News)। যে সিলিন্ডারগুলি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অবৈধভাবে মজুদ করে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এদিন অভিযানের খবর পেয়ে ঘর দুটির মালিকরা পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের ধরতে পারেনি। বাড়ির মালিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যে গাড়ি করে সিলিন্ডার গুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই গাড়িটি এবং তার চালক কে আটক করা হয়েছে। ধৃতের নাম রামেশ্বর সোরেন (৪২)। রামেশ্বর গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া গাড়ির চালক। এই অভিযান চলবে আগামী দিনেও বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

উল্লেখ্য, এর আগেও একাধিক বার অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত সহ ব্যবহার করার অভিযোগ এসেছে।(East Bardhaman News) বারংবার অভিযান চালাচ্ছে পুলিশ। তার পরও টনক নড়ছে না কিছু অসাধু ব্যক্তির। তবে এবার আরও দ্বিগুণ তৎপর হয়েছে প্রশাসন।

Malobika Biswas

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Arrest, Bardhaman news, East Bardhaman, Gas Cylinder