#পূর্ব বর্ধমান: অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত সহ এক ব্যাক্তিকে আটক করল পুলিশ। গৃহস্থের কাজে ব্যবহারের গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য মজুদ করে বিক্রি করার অভিযোগে এক গ্যাস সরবরাহকারী কে গ্রেফতার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ (East Bardhaman News)। আটক করা হয় গাড়ি সমেত ৯৮ টি গ্যাস সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত কাঁটাপুকুর এলাকায়। ডিইবি আধিকারিক নিতু সিং এবং সেহারা ফাঁড়ির ইনচার্জ রাজেশ মাহাতোর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এই যৌথ উদ্যোগে ওই গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করা হয় এদিন । গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া গাড়িটিকেও আটক করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
উল্লেখ্য, এর আগেও একাধিক বার অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত সহ ব্যবহার করার অভিযোগ এসেছে।(East Bardhaman News) বারংবার অভিযান চালাচ্ছে পুলিশ। তার পরও টনক নড়ছে না কিছু অসাধু ব্যক্তির। তবে এবার আরও দ্বিগুণ তৎপর হয়েছে প্রশাসন।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrest, Bardhaman news, East Bardhaman, Gas Cylinder