ভাতার: পূর্ব বর্ধমানের গ্রামীণ এলাকার জঙ্গল থেকে গাঁজা উদ্ধার করল পুলিশ। যে ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। পুলিশের কাজকে কুর্নিশ জানানোর পাশাপাশি, কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে স্থানীয় মানুষজন।
গাঁজা উদ্ধারের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওরগ্রাম জঙ্গল এলাকায়। এদিন ভাতার থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় ২২ কেজি গাঁজা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, পূর্ব বর্ধমান জেলার, ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওরগ্রাম জঙ্গলে গাঁজা পাচার চলছে এবং সেই মত তারা অভিযান চালায় ওরগ্রাম জঙ্গলে। অভিযান চালিয়ে ২১ কেজি ৬৪০ গ্রাম গাঁজা-সহ পাঁচজনকে আটক করেছে ভাতার থানার পুলিশ।
গাঁজা উদ্ধারের ঘটনায় ধৃতরা হল, রবিউল মিঞা , প্রসেনজিৎ বর্মন , তপু চৌধুরী, সঞ্জীব সিং ও সব্যসাচী চৌধুরী। ধৃত প্রসেনজিৎ ও রবিউলের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। তপু চৌধুরী ও সঞ্জীব সিং বর্ধমান শহরের বাসিন্দা এবং সব্যসাচী চৌধুরীর বাড়ি ভাতারের বলগোনা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি চারচাকা উদ্ধার হয়েছে।
গাঁজা উদ্ধার ও পুলিশি অভিযানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শুনলাম আমাদের ভাতারের ওরগ্রাম জঙ্গল থেকে গাঁজা উদ্ধার হয়েছে, সেই সঙ্গে পুলিশ পাঁচজনকে গ্রেফতারও করেছে । পুলিশের কাজে আমরা খুশি। তাদের কাজকে আমরা কুর্নিশ ও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে চোলাই মদের কারবারও যেন বন্ধ হয়ে যায়। গাঁজা-সহ আটক পাঁচ ব্যাক্তিকে এদিন বর্ধমান আদালতে পেশ করে ভাতার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime