#মুম্বই: বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের অশ্বমেধের ঘোড়া দুরন্ত গতিতে ছুটে চলেছে ৷ তার পুরস্কারও খুব কম সময়ের মধ্যে পেয়ে গেলেন ক্রিকেটাররা ৷ বিরাটদের যে বেতন বাড়তে চলেছে, তা আগেই ঘোষণা করেছিলেন শীর্ষ আদালত নিযুক্ত বোর্ডের পর্যবেক্ষক কমিটি ৷ সেই কথামতো ধরমশালায় সিরিজের চতুর্থ টেস্টের আগেই বোর্ড ক্রিকেটারদের গ্রেড জানিয়ে দিল। বেতনও বাড়ল অনেকাংশে ৷
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা এবার থেকে পাবেন বার্ষিক ২ কোটি টাকা। ‘বি’ গ্রেডের ক্রিকেটার পাবেন এক কোটি টাকা। ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৫০ লক্ষ টাকা।
গ্রেড ‘এ’-তে আগেই ছিলেন অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্রচন্দ্রন অশ্বিন ৷ এবার সেই তালিকায় জুড়ল রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা এবং মুরলী বিজয় ৷
গ্রেড বি-তে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি ৷ গ্রেড সি-তে অবশ্য নেমে যেতে হল শিখর ধাওয়ানকে ৷ বোর্ডের চুক্তিতে ব্রাত্য হরভজন ও সুরেশ রায়না ৷
Loading...Grade A - Virat Kohli, MS Dhoni, R Ashwin, Ajinkya Rahane, Cheteshwar Pujara, Ravindra Jadeja, M Vijay (Annual retainer amount - INR 2 Cr) pic.twitter.com/QFOKeSA9Zj
— BCCI (@BCCI) March 22, 2017