#হুগলি: জি ডি বিড়লার পর এবার প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল বেসরকারি স্কুলের এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ার খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ স্কুলে।
অভিযোগ, গতকাল ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহ করেন শারীরশিক্ষার শিক্ষক দেবব্রত মিশ্র। ছাত্রীটির গোপনাঙ্গ থেকে ক্রমাগত রক্তক্ষরণ হতে দেখে বিষয়টি বুঝতে পারেন অভিভাবকরা।
এনিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার কথা জানাজানি হতেই আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।