#কলকাতা: ইউপি যোদ্ধাদের বিরুদ্ধে আটকে গেল বেঙ্গল ওয়ারিয়ার্স। কলকাতা পর্বের দ্বিতীয় ম্যাচে ড্র করলেন বাংলার যোদ্ধারা।
রূদ্ধশ্বাস ম্যাচের ফল ২৬-২৬। দলকে উৎসাহ দিতে হাজির ছিলেন বেঙ্গল ওয়ারিয়র্সের কর্ণধার অক্ষয় কুমার। বাংলার হয়ে দুরন্ত খেলেন মনীন্দর সিং।
শুক্রবার পটনা পাইরেটসের বিরুদ্ধে জয় পেয়েছিল ওয়ারিয়ার্স বাহিনী। দশ ম্যাচ খেলে বাংলার পয়েন্ট ৩৫। তবে ড্র করলেও আপাতত জোন বি-র প্রথম স্থানেই রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স।