#কলকাতা: প্রেসিডেন্সির আসন সমস্যা মিটতে চলেছে। অনুরাধা লোহিয়া ও পার্থ চট্টোপাধ্যায়ের দেখা করা নিয়ে গত সপ্তাহে তৈরি হওয়া বিতর্কেরও অবসান হল। বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ, মঙ্গলবার বৈঠক করেন প্রেসিডেন্সির উপাচার্য। তবে এবছর নয়, সামনের বছর থেকেই প্রেসিডেন্সিতে আর শূণ্যপদ থাকছে না।
শূন্যপদ নিয়ে প্রেসিডেন্সি ও রাজ্য মতভেদ কাটতে চলেছে। মঙ্গলবার বিধানসভায় প্রেসিডেন্সির উপাচার্যের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সির শূন্য আসন নিয়ে রাজ্যের অবস্থান আগেই স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন অনুরাধা লোহিয়ার সঙ্গে বৈঠকেও এই বিষয়টি ফের স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রেসিডেন্সির উপাচার্য বলেন,
উপাচার্যের দাবি
- প্রেসিডেন্সির ছাত্র ভর্তির নিয়মে জটিলতা রয়েছে
- ছাত্র ভর্তিতে সংরক্ষণ নিয়েও জটিলতা রয়েছে
কোথায় সমস্যা রয়েছে প্রেসিডেন্সির উপাচার্যকে তা লিখিত ভাবে জানাতে বলেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর বক্তব্য
- ভর্তির নিয়মে কোনও পরিবর্তন করতে হলে তা জানাতে বলা হয়েছে
- কি ধরনের পরিবর্তন প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে
সামনের বছর থেকে প্রেসিডেন্সিতে যেন কোনও শূন্যপদ না থাকে, সেই বিষয়েই উদ্যোগী সরকার।
গত সপ্তাহেই বিকাশভবনে অনুরাধা লোহিয়া দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পার্থ চট্টোপাধ্যায়ের দেখা পাননি। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এদিনের বৈঠকে সেই বিতর্কেরও অবসান হল। প্রেসিডেন্সির পাশাপাশি যাদবপুরের কয়েক বিভাগেও আসন সমস্যা রয়েছে। সেই সমস্যাও কাটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী।