#নয়াদিল্লি: দাম কমল পেট্রল ও ডিজ়েলের। লিটার প্রতি পেট্রলের দাম কমল ১.১২ টাকা। আর ডিজ়েলের দাম কমল লিটার প্রতি ১.২৪ টাকা। এর সঙ্গে প্রতি রাজ্যের লেভি যোগ হয়ে নতুন দাম কার্যকর হবে। আজ মাঝরাত থেকে এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার থেকে রোজ বদলাবে পেট্রল ও ডিজ়েলের দাম। আন্তর্জাতিক বাজারের তেলের দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিদিন বদলাবে পেট্রল ও ডিজেলের দাম। ১ মে থেকে ডেইলি রিভিশন অফ রিটেল সেলিং প্রাইস (RSP) উদয়পুর, বিশাখাপটনম, চণ্ডীগড় এবং পুদুচেরি,জামসেদপুরে চালু হয়েছে। এবার শুরু হবে গোটা দেশে, জানিয়েছিল তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা।