#নয়াদিল্লি: কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। কিন্তু মোদি সরকারের মাস্টার স্ট্রোকের পাল্টা হিসেবে নোট বাতিলের পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন এসকেপ রুট।
নোট বাতিলের কথা শোনার পর থেকে কালা ধনের মালিকদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছিল ৷ তবু কুছ পরোয়া নেই ৷ আয়কর ও রাজস্ব বিভাগের নজর গলে কালো টাকাকে সাদা করার অভিনব পন্থা খুঁজে বার করেছিলেন বেশ কিছু নাগরিক ৷
এবার কালো টাকা সাদা করতে সাহায্য নেওয়া হচ্ছে কুরিয়ারের ৷ এমনই দাবি করা হয়েছে শুল্ক দফতরের তরফে ৷ ৮ নভেম্বর কালো টাকা ও দুর্মীতি রোধ করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর থেকেই কালো টাকার মালিকরা বিভিন্ন উপায়ে তাদের কালো টাকা সাদার করার চেষ্টা করে এসেছেন ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছে অনেকেই ৷ এবার সামনে এল কুলিয়ারের মাধ্যমে কালো টাকা পাচারের তখ্য ৷
সম্প্রতি শুল্ক দফকর পুরনো নোটে ১ লাখ টাকা উদ্ধার করেছে এক অনাবাসী ভারতীয়ের কাছ থেকে। নিয়ম অনুযায়ী, অনাবাসী ভারতীয়দের ৩১ জুন পর্যন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানোর সময় দেওয়া হয়েছে ৷ এই সুযোগের অপব্যবহার করে কয়েকজন মানুষ কুরিয়রের মাধ্যমে বিদেশে পুরনো নোট পাচার করছে ৷ কুরিয়ারে দাবি করা হচ্ছে যে তারা বই পাঠাচ্ছে ৷ এবং পরে পরিচিত কোনও অনাবাসী ভারতীয়কে দিয়ে সেই টাকা সহজেই বদলে নিচ্ছে তারা। ফলে খুব সহজেই কালো টাকাগুলি সাদা হয়ে যাচ্ছে ৷
ঘটনাটি শুল্ক দফতরের নজরে পড়তেই তদন্ত শুরু করা হয়েছে ৷ মামলা দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে ৷