#কলকাতা: পুজোর আনন্দে দুই বাংলা মিলে মিশে একাকার। পুজোর কটাদিন ধর্মীয় ভেদাভেদ ভুলে সীমান্তের কাঁটা তার পেরিয়ে এ পার বাংলায় চলে আসা। তারপর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করা। দক্ষিণ দিনাজপুরে উচাগোবিন্দপুরের দুর্গাপুজো যেন হয়ে ওঠে এক মিলনমেলা।
ধলপাড়া পঞ্চায়েতের উচাগোবিন্দপুর গ্রাম। এখানে তিরিশটি পরিবারের বাস। গ্রামেই ছোট্ট চালাঘরে দুর্গামণ্ডপ। প্রত্যন্ত এলাকার এই পুজো যেন সম্প্রীতির এক অনবদ্য নিদর্শন। ভৌগলিক সীমারেখা ভুলে শারদোৎসবে দুই বাংলার হৃদয় এক হয়ে যায়। জাতি-ধর্ম নির্বিশেষে এ পারের দুর্গাপুজোয় যোগ দেন ওপার বাংলার মানুষ।
বাংলাদেশের বাসুপাড়া, চণ্ডিপুর, চৌঘরা দামোদরপুর, রামচন্দ্রপুর, ঘাসুরিয়া-সহ সীমান্তবর্তী গ্রামের মানুষ চলে আসেন দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের উচাগোবিন্দপুর গ্রামে। পুজোর আয়োজনে তাঁরা সামিল হন।
উচাগোবিন্দপুরের পুজো ৬৪ বছরে পা দিল। প্রতি বছর পুজোর চারদিন এখানে মেলা বসে। জাঁকজমক না থাকলেও, দুই দেশের মানুষ ভেদাভেদ ভুলে এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে যান।