#নয়াদিল্লি: যৌনাঙ্গে দৃঢ়তার অভাব এখনকার দিনে পুরুষদের একটা খুব সাধারণ অসুবিধা ৷ প্রচুর ছেলেই এইধরণের অসুবিধায় ভোগেন ৷ অনেকক্ষেত্রেই এটাকে পুরুষত্বহীণতা ভেবে কারোর সঙ্গে সেই কথা বিশেষ শেয়ারও করতে পারেন না ৷ কিন্তু এই অসুবিধার এক যুগান্তকারী পদক্ষেপ পাওয়া গেছে চিকিৎসাবিজ্ঞানে ৷
যেমন ২৫ বছরের বেন কিং এইধরণের অসুবিধার শিকার ছিলেন ৷ অনেক ছোটবয়স থেকে পর্ণগ্রাফি দেখার অভ্যাস ছিল বেন কিংয়ের ৷ ফলে নিজের জীবনের যৌন মিলনে কোনও উন্মাদনার স্বাদ পাননি, ফলে পূর্ণতা পেতনা তাঁর যৌন মিলনও ৷
তাঁর কারণ আলাদা হলেও আরও কারণেও যৌন মিলনে পূর্ণতা হয়না ৷ তাঁর অন্যতম কারণ স্ট্রেস ও ফ্যাটিগ ৷ রোজকার দৈনন্দিন চাপ নিতে নিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যৌনজীবন ৷
বেনকিংয়ের সমস্যার এখন দারুণ সমাধান হয়েছে ৷ আর সেই সমাধান চিকিৎসা বিজ্ঞানের বড় পদক্ষেপ হলেও সহজেই হওয়া সম্ভব ৷ যে বেন কিং যে দৃঢ়তা ধরে রাখতে পারতেন না তিনিও এখন তাঁর পার্টনারের সঙ্গে একদিনে চারবার অবধি মিলনের আনন্দ নিতে পারছেন ৷
এরজন্য পেনিসে একটি ইমপ্ল্যান্ট করা হয়েছে ৷ যাতে ব্লাডারের কাছে একটি স্যালাইন ব্যাগ থাকবে , থাকবে স্রোটাম পাম্প এবং পেনিসে থাকে ইনফ্ল্যাটেবেল সিলিন্ডার ৷
আরও পড়ুন - শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হাসিন গানে গানে কী বার্তা দিচ্ছেন, দেখে নিন
এই স্রোটাম পাম্পে চাপ পড়লে স্যালাইন ফ্লুইডে সিলিন্ডারগুলিতে চাপ পড়বে যার থেকে দৃঢ়তা পাবে পেনিস ৷ যৌন সমস্যার সমাধানে নতুন পথ এই পদ্ধতি ৷