#কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। প্রায় একমাসের লড়াই শেষ। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু হল মানিকতলা মুরারিপুকুরের বাসিন্দা জেসমিতা হালদারের। গড়ফা রামলাল বাজারে বাপেরবাড়িতে ছিলেন অন্তঃসত্ত্বা জেসমিতা।
জ্বর হওয়ায় ২৩ শে অক্টোবর তাঁকে ভর্তি করা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। ডেঙ্গি ধরা পরার পর জেসমিতাকে রাখা হয় আইসিইউতে। অবস্থার অবনতি হওয়ায় ৩১-শে অক্টোবর তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত সন্তান প্রসব করেন জেসমিতা। তারপর কোমায় চলে যাওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। গতকাল রাত ১২:৪০ মিনিটে মৃত্যু হয় জেসমিতার।