#হাররা: হাবরায় ডেঙ্গিতে মৃত্যু হল আরও ১জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬। আজ হাবরা হাসপাতালের পরিস্থিতি পরিদর্শনে যান স্বাস্থ্য অধিকর্তা। পরিস্থিতি মোকাবিলায় সোমবারের মধ্যে হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও নার্স দেওয়া হবে জানিয়েছেন তিনি।
ক্রমে জটিল হচ্ছে হাবরা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় হাবরার বাসিন্দা রমলা গোলদারের।
শুক্রবার হাবরা হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে অস্থায়ী ক্যাম্প খোলা হবে। সোমবারের মধ্যে পাঠানো হবে অতিরিক্ত চিকিৎসক ও নার্স।
জ্বরে আক্রান্ত২১ জনকে হাবরা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হচ্ছে। বনগাঁ পুরসভার সঙ্গে কথা বলে হাসপাতালে অস্থায়ী প্যাথলজি সেন্টার ও ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে হাবরা পুরসভা।