#ভাইরাল ভিডিও: মানুষ কী না পারে! এই ভিডিও (Viral Video) দেখলে আপনার মুখ থেকে একটাই শব্দবন্ধ বেরিয়ে আসবে নিজের অজান্তের। কারণ ঘটনাটাই এমনই চমকে দেওয়ার মত। সুকুমার রায় লিখেছিলেন, 'গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা।' কিন্তু এ কন্যাকে আপনি চিনে নিতে পারবেন তাঁর চুল (performing aerial stunts hanging by her hair) দিয়ে। কথাটা যে একেবারেই ভুল নয়, তা তাঁর কর্মকাণ্ড দেখলেই ঠাহর করতে পারবেন।
আচ্ছা একটা কথা বলুন তো, সার্কাস দেখতে আমরা কে না ভালবাসি? আগে শীতকালে প্রায় সব শহরেই বড় আকারের মেলা বসত। সেখানেই বসত সার্কাসের আসর। ছেলে মেয়েদের নানা ধরণের স্টান্ট (aerial stunts) থেকে পশু-পাখির খেলা, সবই স্থান পেত সেখানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পশু-পাখি সার্কাসের মঞ্চে রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সার্কাসে খেলা দেখানো লোকও কমেছে। ফলে জনপ্রিয়তা হারিয়েছে সার্কাস। কিন্তু বিদেশে জিমন্যাস্টিক বা ট্র্যাপিজের খেলার চল এখনও রয়েছে। সেরকমই স্টান্টের খেলা দেখা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছেন এই যুবতী।
আরও পড়ুন: বিয়ের মণ্ডপে 'রাত পোশাকে' সাত পাকে ঘুরছেন কনে! বিদ্যুৎ গতিতে ভাইরাল ভিডিও...
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
কী ছিল সেই খেলায়? আচমকা কেন তাঁর স্টান্টের ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়? ভিডিওতে দেখা গিয়েছে, শুধুমাত্র চুলের অপরে ভর করে শূন্যে ভেসে রয়েছেন তিনি। সেই চুলের ওপরে ভর করেই একের পর এক পাক (aerial stunts) খাচ্ছেন। যা একেবারে অবিশ্বাস্য। জানা গিয়েছে, যুবতীর নাম চলে জেনা (Chloe Jayne), তিনি হেয়ার হ্যাঙ্গার, এরিয়ালিস্ট এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিত।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: পুরোহিতের আবদারে বিয়ের মণ্ডপেই বর-কনের ঠোঁটচাপা ঘনিষ্ঠ চুমু! মুহূর্তে ভাইরাল
তবে এবারেই প্রথম নয়, তাঁর আরও অনেক পারফর্মেন্স আগেও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারেই তিনি নিজের কর্মকাণ্ড শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ব্যতিক্রম হয়নি এ বারেও। নেটিজেনরা চলে-র এই অদ্ভূত সুন্দর পারফর্মেন্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এবং তাঁকে ভালবাসার ভরিয়ে দিয়েছেন। আপনিও দেখুন তো চলে-র সুন্দর পারফর্মেন্স...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video