হোম /খবর /পাঁচমিশালি /
বিকিনি পরেই চাকরির আবেদন! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোস্ট ঘিরে বিতর্ক, জানুন

বিকিনি পরেই চাকরির আবেদন! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোস্ট ঘিরে বিতর্ক, জানুন

বিকিনি পরে চাকরির আবেদন করতে দেখেছেন কখনও?

  • Share this:

#লন্ডন: চাকরির আবেদন তো দেখেছেন অনেকেই। কিন্তু বিকিনি পরে চাকরির আবেদন করতে দেখেছেন কখনও? এইরকমই এক অদ্ভুত পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার চাকরির সন্ধানে বিকিনি পরেই সোশ্যাল মিডিয়ায় আবেদন করলেন এক মহিলা। লন্ডনের বাসিন্দা ২৪ বছরের টেডি সোয়ান চাকরির আবেদন করে একটি পোস্ট  করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই পোস্টের ছবিকে ঘিরেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

টেডি তাঁর পোস্টে লিখেছেন গত ৬ সপ্তাহ ধরে একটি বারে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু বর্তমানে তিনি আরও একটি চাকরি খুঁজছেন। টেডি  পোস্টে তাঁর অভিঞ্জতা সম্পর্কেও লেখেন তিনি। টেডি ফার্মেসি, রিটেইল, চাইল্ড কেয়ার নার্স এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারেরও কাজ করেছে তা নিজের পোস্টেই উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সময়ের কোনও প্রভাব পড়ে না এই উপত্যকায়! দ্বিতীয় বারমুডা ট্রাইঙ্গেলের ঘটনা জানলে অবাক হবেন

কিন্তু চাকরির আবেদনের মধ্যে  বিকিনি পরা ছবি দেখেই হতবাক হয়েছেন নেটিজেনরা। টেডির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন চাকরির আবেদনে এই ধরণের অশালীন ছবি দেওয়া একদমই উচিৎ হয়নি টেডির।

আরও পড়ুন: গাছ কাটলেই ঝরঝর করে রক্ত বেরোচ্ছে! এই আশ্চর্জ উদ্ভিদ দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

অনেকেই আবার তাকে সমর্থন করে লিখেছেন ইংল্যান্ডে এমন ঘটনা হামেশাই ঘটে। এবং টেডির  পোশাক নিয়ে কখনই কারও মন্তব্য করা উচিত নয়। যাইহোক, টেডি এটাও স্পষ্ট করেছেন যে কেউ যদি তার জামাকাপড় দেখে তাকে চাকরি দিতে না চান, তবে তিনি নিজেই এমন কোনও ব্যক্তির সঙ্গে কাজ করতে চান না। এই আশ্চর্য পোস্ট দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Offbeat, Viral Post