হোম /খবর /পাঁচমিশালি /
ভাল্লুকের সেলফি! বন্যপশুর এই আজব কীর্তি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

ভাল্লুকের সেলফি! বন্যপশুর এই আজব কীর্তি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

ভাল্লুকের সেলফি! বন্যপশুর এই আজব কীর্তি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

ভাল্লুকের সেলফি! বন্যপশুর এই আজব কীর্তি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

ছবিতে ভাল্লুকটিকে সেলফি তুলতে দেখা গিয়েছে। ছবিটি দেখা মাত্রই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

  • Share this:

বন্য প্রাণীদের ভিডিও বহু মানুষের কাছেই প্রিয়। কিন্তু পশুকে সেলফি তুলতে দেখেছেন কখনও?  সম্প্রতি  মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি কালো ভাল্লুকের আকর্ষণীয় ছবি  ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে ভাল্লুকটিকে সেলফি তুলতে দেখা গিয়েছে। ছবিটি দেখা মাত্রই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

কলোরাডোর ওপেন স্পেস এবং মাউন্টেন পার্কের জঙ্গলে মোশন ডিটেক্টিং ক্যামেরা ইনস্টল করা আছে। সাধারণত অন্যান্য প্রাণীরা খাবার বা বিশ্রামের জায়গার সন্ধানে এই খোলা জায়গায় বাইরে যায়, কিন্তু ভাল্লুকরা সাধারণত তা করে না। কিন্তু এবার এই ক্যামেরা ইনস্টল করা জায়গাতেই এক কালো ভাল্লুকের প্রায় ৬০০ ছবি ধরা পড়েছে। এসব ছবিতে তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। মনে হয়েছে যে বেশ মনের সুখেই নিজের সেলফি তুলেছে ভাল্লুকটি।

আরও পড়ুন: ৭০ বছর বয়সে নিজের ছেলের বউয়ের সঙ্গে এ কী করলেন বৃদ্ধ! সোশ্যাল মিডিয়া তুলকালাম... কারণ ফাঁস হতেই মাথায় হাত

ওপেন স্পেস এবং মাউন্টেন পার্কের একজন মুখপাত্র টুইট করে জানিয়েছেন,   ভাল্লুকটি এই বন্যপ্রাণী ক্যামেরা নিজেই খুঁজে পায়। সাধারণত  বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতেই এই গতি সনাক্তকারী ক্যামেরা ব্যবহার করা হয়। কিন্তু এই ক্যমেরাতে ভাল্লুকটি নিজের অনেক ছবি তুলে নেয়। ছবিগুলো যাচাই করার সময় ভাল্লুকটির প্রায় ৬০০টি ছবির খোঁজ পাওয়া গিয়েছে। ভাল্লুকটির ক্যামেরার প্রতি আগ্রহ দেখে বেশ তাজ্জবই হয়েছেন তাঁরা।

মুখপাত্র আরও জানিয়েছেন, 'বন্যপ্রাণী ক্যামেরাগুলি আমাদের জানতে সাহায্য করে যে প্রাণীগুলি কোথায় আছে এবং সপ্তাহে বা বছরে কত দিন তারা এই অঞ্চলে আসে এবং তারা কী করে। এই ছবিগুলিতে, আমরা প্রায়শই এমন কিছু প্রাণীর ছবি পাই যা আমাদের তাজ্জব করে দেয়।ভাল্লুকটিও হল এমনই একজন। অনেক সময় আমরা এই ক্যামেরাগুলির মাধ্যমে নতুন বন্যপ্রাণী দেখি। পার্কে মোট ৯ টি ক্যামেরা বসানো হয়েছে। ক্যমেরাগুলি প্রাণীর ছবি ক্লিক করে বা ছোট ভিডিও রেকর্ড করে।এখনও পর্যন্ত এতে অনেক প্রাণীর কথা রেকর্ড করা হয়েছে যার মধ্যে ভাল্লুক, পাখি, শেয়াল ও পেঁচা রয়েছে।

কালো ভাল্লুকের এই সেলফি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে। প্রায় ২ হাজার মানুষ রিটুইট করেছেন এই ছবিটি এবং প্রায় সাত হাজার নেটিজেন লাইক দিয়েছেন। ভাল্লুকের এই অদ্ভুত সেলফি তোলার দৃশ্য দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Viral photo, Viral Post