• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • করোনা ভাইরাস হিমশৈলের চূড়া!‌ আরও ১০ মারণ আতঙ্ক অপেক্ষা করছে, বলছেন ধর্মযাজক

করোনা ভাইরাস হিমশৈলের চূড়া!‌ আরও ১০ মারণ আতঙ্ক অপেক্ষা করছে, বলছেন ধর্মযাজক

ইবোলার ফাইল চিত্র

ইবোলার ফাইল চিত্র

২০২০ সালে এরপরেও আরও একের পর এক ঘটনা ঘটতে পারে।

 • Share this:

  একের পর এক আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পৃথিবীর মানুষকে। তার মধ্যে করোনা ভাইরাসের প্রকোপ প্রথম হলেও কখনও ভূমিকম্প, কখনও ধুলো ঝড়, কখনও বা ঘূর্ণিঝড়, পঙ্গপালের হামলা, নানা রকম ঘটনাই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। এবার ধর্মমতে বাইবেলকে উল্লেখ করে এক খ্রিষ্টান ধর্মযাজক দাবি করলেন, করোনা ভাইরাসের আতঙ্ক হিমশৈলের চূড়ামাত্র। এরপর আরও ১০ রকম ভিন্ন আতঙ্ক নেমে আসবে পৃথিবীর বুকে।

  ধর্মযাজক মিশেল স্নাইডারের মতে, ১০টি ভয়াল আতঙ্কের মধ্যে একটি হল করোনা। বাকিগুলি কী কী?‌ তিনি বলেছেন, পঙ্গপালের হামলা, আবহাওয়ার বিপুল পরিবর্বতন, হঠাৎ বন্যা, বড় ভূমিকম্প, আগ্নেয়গিরি, আফ্রিকান সোয়াইন ফ্লু, H1N1 সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু ও H5N8 বার্ড ফ্লু।

  টেকনিক্যাল পলিটিক্স নামে পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা একটি প্রবন্ধে তিনি দাবি করেছেন, হঠাৎ করে ২০২০ সালে একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে। তবে করোনা ভাইরাস তার মধ্যে প্রধান হলেও সেটি কেবল মাত্র হিমশৈলের একটি চূড়া। ২০২০ সালে এরপরেও আরও একের পর এক ঘটনা ঘটতে পারে।

  Published by:Uddalak Bhattacharya
  First published: