#কলকাতা: জন্মদিন অনুসারে রাশির বিচার করা হয়। আবার রাশির সাহায্যেই করা যায় নির্দিষ্ট কারও ভবিষ্যৎ, ভাগ্য ও ব্যক্তিত্বের বিচার। জ্যোতিষ শাস্ত্রের মতে প্রত্যেকেই নিজের রাশিচক্র অনুসারে জীবন অতিবাহিত করেন। তাঁদের সবকিছুতেই লুকিয়ে রয়েছে রাশিচক্রের রহস্য। পড়াশোনার ক্ষেত্রে কে কোন বিষয়ে পারদর্শী হবেন তার ইঙ্গিত দেয় রাশি। এই প্রতিবেদনে রাশি মিলিয়ে দেখে নেওয়া যাক পড়াশোনার ক্ষেত্রে আদর্শ বিষয় কার কোনটা!
*মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ রাশির জাতক ও জাতিকারা খেলাধুলায় বিশেষ আগ্রহ রাখে। তাই স্কুল জীবনে তাঁরা ফিজিক্যাল এডুকেশনের প্রতি আগ্রহী হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা নানাধরণের খেলার প্রতিযোগীতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শক্তি রাখেন।
*বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতক ও জাতিকারা একটু স্থিতিশীল মনোভাব রাখেন। তাঁরা পুরনো জিনিস, স্থাপত্য পছন্দ করেন। এঁদের সবচেয়ে পছন্দের বিষয় ইতিহাস।
*মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতক ও জাতিকারা অন্যান্য ভাষার শিক্ষা অর্জন করতে চান। যেমন ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান এবং স্প্যানিশের মতো ভাষার পড়াশোনা করতে আগ্রোহী হন।
*কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির জাতক ও জাতিকাদের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় মিথুন রাশির মানুষদের। কর্কট রাশির ব্যক্তিরাও অন্যান্য ভাষার জ্ঞান অর্জন করতে চান। এর পাশাপাশি সাহিত্য চর্চা করতে ভালোবাসেন। উপন্যাস পড়া পছন্দ করেন। এঁদের সবচেয়ে পছন্দের বিষয় ইংরেজি।
*সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতক ও জাতিকারা সৃজনশীল হয়। শিল্পকলা এঁদের রন্ধ্রে রন্ধ্রে থাকে। ছবি আঁকা, গান করা ও নাটকে অংশ নিতে পছন্দ করেন। এমনকী এই সব বিষয়ে পড়াশোনাও করতে চান।
*কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যা রাশির জাতক ও জাতিকারা গণিত ও বৈজ্ঞানিক বিষয়ে আগ্রহী হন। স্কুল জীবনে এই বিষয়গুলিতে তাঁরা পারদর্শী হতে পারেন।
*তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। তুলা রাশির জাতক ও জাতিকারা চারুকলায় আগ্রহী হন। ছবি আঁকার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার!
*বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা জটিল গণিত ও পদার্থ বিজ্ঞানের সূত্র নিয়ে গবেষণা করতে পছন্দ করেন।
*ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। পড়াশোনার ক্ষেত্রে ধনু রাশির জাতক ও জাতিকারা ভূগোল বিষয়টিকে খুব পছন্দ করেন। যেকোনও অ্যাডভেঞ্চার এবং ভ্রমণের জন্য সদা প্রস্তুত থাকেন এঁনারা।
*মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মকর রাশির জাতক ও জাতিকারা সবসময় ব্যবসায়ী মনোভাব রাখেন। তাই এঁদের পছন্দের বিষয় অ্যাকাউন্টিং বা ব্যবসা-সংক্রান্ত পড়াশোনা।
*কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কম্পিউটার সায়েন্স ও কেমেস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন।
*মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন রাশির জাতক ও জাতিকারা ওপরের অন্য কয়েকটি রাশির মানুষের মতোই। কারণ, ছবি আঁকা ও শিল্পকলার ক্ষেত্রে এনারাও বিশেষ পারদর্শী।
জ্যোতিষ মতে অনেকেই এমন আছেন যাঁদের পছন্দের বিষয় ওপরের প্রতিবেদনের মতো নাও হতে পারে। কারণ চন্দ্রের অবস্থান ও ইংরেজি সান সাইনের বিচারে অনেক সময় আলাদা হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এই সম্ভাবনা গুলিই থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education, Zodiac Sign