হোম /খবর /পাঁচমিশালি /
বিয়ের আগে অল্পের জন্য বাঁচল হবু বর-বউয়ের প্রাণ! কান ঘেঁষে চলে গেল বিমান!

Wedding Photoshoot Viral Video: গায়ে দেবে কাঁটা, বিয়ের আগে অল্পের জন্য বাঁচল হবু বর-বউয়ের প্রাণ! কান ঘেঁষে চলে গেল বিমান! দুরন্ত গতিতে ভাইরাল

Wedding Photoshoot Video|Video Viral|Instagram Viral: নতুন বর ও বউয়ের মারাত্মক ভিভিও দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

Wedding Photoshoot Video: বিয়ের মরশুম মানেই নানা ধরনের রীতিনীতির সঙ্গে নানা ধরনের কার্যকলাপ তাদের মধ্যেই এক অন্যতম একটি কাজ হয়ে দাঁড়িয়েছে প্রিওয়েডিং ফোটশ্যুট (Wedding Photoshoot) ৷ এই নিয়েই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ওয়েডিং ফটোশ্যুটের একটি ছবি ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ছবি দেখলে গায়ে কাঁটা দেবে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে ৷ ভিডিওতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে প্রিওয়েডিং ছবি (Wedding Photoshoot Idea) অত্যন্ত আকর্ষণীয় করতে চূড়ান্ত ঝুঁকি নিয়েছেন হবু দম্পতি ৷

View this post on Instagram

A post shared by Indian fashion (@bride_buzz)

ভিডিওটি আকর্ষণীয় করতে বিশেষ পন্থা গ্রহণ করেছেন এই স্বামী স্ত্রী ৷ বিয়ের ফটোশ্যুটের (Wedding Photoshoot Idea) জন্য একদম আলাদা একটি স্থান নির্বাচন করেছেন যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ যেখানে তাঁরা ফটোশ্যুট করতে পৌঁছেছিলেন ৷ সেজেগুজে পৌঁছেছিলেন তাঁরা সেই সময়েই মাথার উপর দিয়ে দুর্বার গতিতে উড়ে গেল প্লেন ৷ ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের পোশাকে হবু বর-বউ ৷

আরও পড়ুন:  Zodiac Sign|Horoscope: কাজে আলস, প্রেমে সক্রিয়, ডিসেম্বরে যাঁরা জন্মেছেন তাঁদের জীবন ঠিক এই ধরনের হয়ে থাকে

সাদা স্যুটে বরকে বেশ সুন্দর দেখতে লাগছে ৷ ভিডিও-তে দেখতে পাওয়া যাচ্ছে হবু বর-বউ সুন্দর সেজে গুজে প্রস্তুত তাংরা পোজ দিতে শুরু করেছিলেন তথথনই পিছন থেকে একটি উড়ো জাহাজ এসে একদম মাথার কানের পাশ বেরিয়ে যায় ৷ ক্রমেই বাড়তে থাকে হৃদস্পন্দন ৷ ততক্ষণে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ইনস্টাগ্রামে bride_buzz নামক একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ৷

আরও পড়ুন: Pakistani Child Birth in Border: পাকিস্তান মুখ ফিরিয়েছে, ভারতও ঠাঁই দেয়নি! আটারি সীমান্তে পাক মায়ের কোলে জন্ম হল 'বর্ডারের'...

যা নিমেষেই ভাইরাল হয়েছে লাফিয়ে লাফিয়ে ভিউ বাড়ছে ৷ এখনও পর্যন্ত ৮০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন আর তাঁদের গা শিউরে উঠেছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Video viral